শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ১০:১৭ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চার মাস ১৮ দিন পর পার্বতীপুরের মধ্যপাড়া পাথর উত্তোলন পুনরায় শুরু

সোহেল সানী, পার্বতীপুর প্রতিনিধি : [২] চার মাস ১৮ দিন পর দেশের একমাত্র দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া গ্রানাইট শিলা খনির উত্তোলন কার্যক্রম পুনরায় শুরু হয়েছে খনির ঠিকাদারি বেলারুশিয়ান প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি)। বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির কারণে গত ২৬ মার্চ থেকে মধ্যপাডা গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড এর ভূগর্ভ হতে পাথর উৎপাদন বন্ধ হয়ে যায়।

[৩] বৃহস্পতিবার থেকে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি যথাযথভাবে অনুসরণ করে সীমিত পরিসরে পাথর উত্তোলন কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

[৪] বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বিকেল সাড়ে ৫টায় ভূ-পৃষ্ঠের প্রায় ১ হাজার ফুট নীচে প্রোডাকশন লেভেলে পাথর উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন মধ্যপাডা গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড (এমজিএমসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক এবিএম কারুজ্জামান।

[৫] শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে মধ্যপাডা গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবিএম কারুজ্জামান বলেন, কাজে যোগদানের পূর্বে মধ্যপাড়া পাথর খনির ১৭৪ জন শ্রমিকদের শারিরীক সুস্থ্যতা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ন্যাশনাল ইন্সটিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার শেরে বাংলা নগর ঢাকায় পাঠানো হয়। গত বৃহস্পতিবার আসা সেগুলোর ফলাফলে ৯ জন করোনা শনাক্ত হয়। করানো শনাক্ত ৯ জন শ্রমিক বর্তমানে আইসোলেশনে রয়েছেন। শারিরীকভাবে সুস্থ্য না হওয়ায় এই ৯ জন বাদে অন্যরা কাজে যোগদান করেন। তিনি খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি সরকারি এই প্রতিষ্ঠানটির তথা দেশের স্বার্থে পাথর খনি যেন নিরলসভাবে কাজ করে যেতে পারে এজন্য সকলের নিকট দোয়া কামনা করেন। খনি উন্নয়ন ও নতুন স্টোপ কাজ শেষ হলে মাসের শেষের দিক থেকে পুরোদমে পাথর উৎপাদনে যাবে বলেও জানান তিনি।

[৬] খনির দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, খনির ঠিকাদারী বেলারুশিয়ান প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি)’র সর্বোচ্চ উৎপাদনের রেকর্ডের কারনেই প্রায় এক যুগ পর প্রথমবারের মতো লাভের মুখ দেখেছে দেশের একমাত্র এই গ্রানাইট শিলা খনিটি। পাথর খনি ২০১৮-১৯ অর্থবছরে ১১ কোটি ৭৩ লাখ টাকা মুনাফা করেছে। ২০১৮-১৯ অর্থবছরে খনি থেকে ১০ লাখ ৬৭ হাজার ৪৯৪ টন পাথর উত্তোলন করা হয়েছে। এসময়ে বিক্রি হয়েছে ৭ লাখ ৩১ হাজার ১৯৪ টন পাথর। এ থেকে মুনাফা হয়েছে ১১ কোটি ৭৩ লাখ টাকা। জিটিসি খনির দায়িত্ব নেওয়ার পর থেকে খনিটিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে খনি উন্নয়ন ও নতুন স্টোপ নির্মানসহ পাথর উত্তোলনে শতাধিক বিদেশী খনি বিশেষজ্ঞ ৭শতাধিক খনি শ্রমিক তিন শিফটে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়