শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০২:৪০ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার্সেলোনায় কোচিং করানোর এটা সঠিক সময় নয়, বললেন জাভি

স্পোর্টস ডেস্ক : [২] সাবেক ক্লাব বার্সেলোনার সঙ্গে প্রাতিষ্ঠানিক কিছু সমস্যার জেরে আপাতত কাতারের ক্লাবেই তার ভূমিকা নিয়ে সন্তষ্ট থাকতে চান। স্পষ্ট জানিয়ে দিলেন জাভি হার্নান্ডেজ। অদূর ভবিষ্যতে বার্সেলোনার কোচ হিসেবে তিনি নিযুক্ত হতে চান না বলেও জানিয়েছেন কাতালান ক্লাবের কিংবদন্তি মিডফিল্ডার।

[৩] চলতি বছরের শুরুতে আর্নেস্তো ভালভের্দেকে সরিয়ে নতুন কোচ নিয়োগের আগেই মেসিদের কোচ হওয়ার প্রস্তাব গিয়েছিল জাভির কাছে। জাভি সেই প্রস্তাব নাকচ করে দেওয়ায় কিকে সেতিয়েন পা গলান ভালভের্দের জুতোয়। মরশুমের মাঝপথে সম্ভব না হলেও ২০২০-২১ মরশুমের শুরুতে ফের জাভির কোচ হয়ে আসার জল্পনা তৈরি হয় ক্লাবে। ফুটবলার হিসেবে ক্লাবের জার্সি গায়ে পাঁচশোরও বেশি ম্যাচ খেলা জাভির বার্সেলোনায় দ্বিতীয় ইনিংস শুরু করার অপেক্ষায় প্রহর গুনছিলেন অনুরাগীরা। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে আল-সাদের কোচ হিসেবে নিজের চুক্তি বাড়িয়ে নিয়েছেন বিশ্বজয়ী স্প্যানিশ মিডফিল্ডার।

[৪] ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমিউ’য়ের সঙ্গে তার খারাপ সম্পর্কের কথা অনুরাগীদের অজানা নয়। এ প্রসঙ্গে বলতে গিয়ে সম্প্রতি এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জাভি জানিয়েছেন, ক্লাবে ফুটবলের বাইরেও বাহ্যিক নানা বিষয় রয়েছে।

[৫] মাঠের বাইরেও একাধিক ইস্যু রয়েছে যার জন্য আমার মনে হয় এটা বার্সেলোনায় কোচিং করানোর সঠিক সময় নয়। জাভি আরও জানান, গত জানুয়ারিতে ওরা আমার সঙ্গে যোগাযোগ করলে তখনই আমি প্রস্তাব খারিজ করে দিই। এরপর থেকে তারা আর আমার সঙ্গে যোগাযোগ করেনি। - কলকাতা টোয়েন্টি ফোর

  • সর্বশেষ
  • জনপ্রিয়