শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০২:৪০ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার্সেলোনায় কোচিং করানোর এটা সঠিক সময় নয়, বললেন জাভি

স্পোর্টস ডেস্ক : [২] সাবেক ক্লাব বার্সেলোনার সঙ্গে প্রাতিষ্ঠানিক কিছু সমস্যার জেরে আপাতত কাতারের ক্লাবেই তার ভূমিকা নিয়ে সন্তষ্ট থাকতে চান। স্পষ্ট জানিয়ে দিলেন জাভি হার্নান্ডেজ। অদূর ভবিষ্যতে বার্সেলোনার কোচ হিসেবে তিনি নিযুক্ত হতে চান না বলেও জানিয়েছেন কাতালান ক্লাবের কিংবদন্তি মিডফিল্ডার।

[৩] চলতি বছরের শুরুতে আর্নেস্তো ভালভের্দেকে সরিয়ে নতুন কোচ নিয়োগের আগেই মেসিদের কোচ হওয়ার প্রস্তাব গিয়েছিল জাভির কাছে। জাভি সেই প্রস্তাব নাকচ করে দেওয়ায় কিকে সেতিয়েন পা গলান ভালভের্দের জুতোয়। মরশুমের মাঝপথে সম্ভব না হলেও ২০২০-২১ মরশুমের শুরুতে ফের জাভির কোচ হয়ে আসার জল্পনা তৈরি হয় ক্লাবে। ফুটবলার হিসেবে ক্লাবের জার্সি গায়ে পাঁচশোরও বেশি ম্যাচ খেলা জাভির বার্সেলোনায় দ্বিতীয় ইনিংস শুরু করার অপেক্ষায় প্রহর গুনছিলেন অনুরাগীরা। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে আল-সাদের কোচ হিসেবে নিজের চুক্তি বাড়িয়ে নিয়েছেন বিশ্বজয়ী স্প্যানিশ মিডফিল্ডার।

[৪] ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমিউ’য়ের সঙ্গে তার খারাপ সম্পর্কের কথা অনুরাগীদের অজানা নয়। এ প্রসঙ্গে বলতে গিয়ে সম্প্রতি এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জাভি জানিয়েছেন, ক্লাবে ফুটবলের বাইরেও বাহ্যিক নানা বিষয় রয়েছে।

[৫] মাঠের বাইরেও একাধিক ইস্যু রয়েছে যার জন্য আমার মনে হয় এটা বার্সেলোনায় কোচিং করানোর সঠিক সময় নয়। জাভি আরও জানান, গত জানুয়ারিতে ওরা আমার সঙ্গে যোগাযোগ করলে তখনই আমি প্রস্তাব খারিজ করে দিই। এরপর থেকে তারা আর আমার সঙ্গে যোগাযোগ করেনি। - কলকাতা টোয়েন্টি ফোর

  • সর্বশেষ
  • জনপ্রিয়