শিরোনাম
◈ তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের জন্য বিরাট কনফিডেন্স বুস্টার: আশিক চৌধুরী ◈ আমেরিকানদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে যেসব দেশ ◈ দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও) ◈ মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক ◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন ◈ ক্ষমতা ও প্রতিপত্তির লো‌ভে নিজ দল ছেড়ে এমপি হওয়ার মরিয়া চেষ্টা কতটা নৈতিক? 

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ০৭:১৯ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন পরিকল্পনায় দ্রুেতই চালু হবে ই পাসপোর্টের আবেদন গ্রহণ : পাসপোর্ট ডিজি

লাইজুল ইসলাম: [২] ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নতুন মাহপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী বলেছেন, আমি মাত্র জয়েন করলাম এই দপ্তরে। এখনো সব কিছু বুঝে উঠতে পারিনি। কিছুটা সময়তো অবশ্যই লাগবে। আপনারা আমাকে কিছুটা সময় দেন। তবে আশা করি যত সমস্যা আছে সবকিছুই ধীরে ধীরে সমাধান করতে পারবো।

[৩] বৃহস্পতিবার তিনি একথা বলেন।

[৪] তিনি বলেন, নতুন কিছু পরিকল্পনা করছি। বোঝার চেষ্টা করছি কোথায় আমাদের জট। একটা বড় জট হচ্ছে অনেকে কোভিডের ভয়ে ফিঙ্গার প্রিন্ট দিতে চাচ্ছে না। আবার যারা নিবে তারাও ভয় পাচ্ছে। একটা ভয়ের সময় যাচ্ছে। নতুন পরিকল্পনা চলছে।

[৪] তিনি বলেন, এমআরপি’র কাজ চলছে। বন্ধ নেই এমআরপি। সোমবারও ১২ হাজারের বেশি পাসপোর্ট প্রিন্ট দেয়া হয়েছে। মেশিনগুলো প্রায় একযুগ পুরোনো। তারপরও আমাদের কাজ চলছে। যদিও খুব বেশি বই আমাদের হাতে নেই। এদিকে, ই-পাসপোর্ট যারা নিতে চাচ্ছে তাদেরকে আমরা দিচ্ছি। তবে অনেকেই নিতে চাচ্ছেন না। তারপরও এ বিষয়ে একটি পরিকল্পনা আমাদের চলছে। সেটা শেষ হলেই আমরা ই-পাসপোর্টের আবেদন গ্রহণ শুরু করবে।

[৫] তিনি বলেন, এমআরপি পাসপোর্ট প্রিন্ট হয় একটি বদ্ধ ঘরে। সেখানে যদি সবাইকে ঢুকিয়ে দেই আর একজনের কোভিড থাকে তাহলে সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠাতে হবে। তখন এটা আরো বড় সমস্যা হয়ে দাড়াবে। এমনিতেই অধিদপ্তরের প্রচুর লোক কোভিড আক্রান্ত। তাই কয়েকটা গ্রুপে ভাগ হয়ে আমাদের কাজ করতে হচ্ছে। একটা সিকিউরিটি ব্যবস্থাপনা করতে হচ্ছে।সম্পাদনা: বাশার নূরু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়