শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ০৭:১৯ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন পরিকল্পনায় দ্রুেতই চালু হবে ই পাসপোর্টের আবেদন গ্রহণ : পাসপোর্ট ডিজি

লাইজুল ইসলাম: [২] ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নতুন মাহপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী বলেছেন, আমি মাত্র জয়েন করলাম এই দপ্তরে। এখনো সব কিছু বুঝে উঠতে পারিনি। কিছুটা সময়তো অবশ্যই লাগবে। আপনারা আমাকে কিছুটা সময় দেন। তবে আশা করি যত সমস্যা আছে সবকিছুই ধীরে ধীরে সমাধান করতে পারবো।

[৩] বৃহস্পতিবার তিনি একথা বলেন।

[৪] তিনি বলেন, নতুন কিছু পরিকল্পনা করছি। বোঝার চেষ্টা করছি কোথায় আমাদের জট। একটা বড় জট হচ্ছে অনেকে কোভিডের ভয়ে ফিঙ্গার প্রিন্ট দিতে চাচ্ছে না। আবার যারা নিবে তারাও ভয় পাচ্ছে। একটা ভয়ের সময় যাচ্ছে। নতুন পরিকল্পনা চলছে।

[৪] তিনি বলেন, এমআরপি’র কাজ চলছে। বন্ধ নেই এমআরপি। সোমবারও ১২ হাজারের বেশি পাসপোর্ট প্রিন্ট দেয়া হয়েছে। মেশিনগুলো প্রায় একযুগ পুরোনো। তারপরও আমাদের কাজ চলছে। যদিও খুব বেশি বই আমাদের হাতে নেই। এদিকে, ই-পাসপোর্ট যারা নিতে চাচ্ছে তাদেরকে আমরা দিচ্ছি। তবে অনেকেই নিতে চাচ্ছেন না। তারপরও এ বিষয়ে একটি পরিকল্পনা আমাদের চলছে। সেটা শেষ হলেই আমরা ই-পাসপোর্টের আবেদন গ্রহণ শুরু করবে।

[৫] তিনি বলেন, এমআরপি পাসপোর্ট প্রিন্ট হয় একটি বদ্ধ ঘরে। সেখানে যদি সবাইকে ঢুকিয়ে দেই আর একজনের কোভিড থাকে তাহলে সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠাতে হবে। তখন এটা আরো বড় সমস্যা হয়ে দাড়াবে। এমনিতেই অধিদপ্তরের প্রচুর লোক কোভিড আক্রান্ত। তাই কয়েকটা গ্রুপে ভাগ হয়ে আমাদের কাজ করতে হচ্ছে। একটা সিকিউরিটি ব্যবস্থাপনা করতে হচ্ছে।সম্পাদনা: বাশার নূরু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়