শিরোনাম
◈ বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের নজরদারিতে নোয়াখালীর সহকারী কোচ নিয়াজ খান ◈ ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য রেকর্ড ১৫ কোটি টিকেটের আবেদন   ◈ ব্রা‌জি‌লিয়ান রবের্তো কার্লোস হাসপাতালে, হয়েছে অস্ত্রোপচারও: কেমন আছেন কিংবদন্তি ফুটবলার? ◈ মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়: তারেক রহমান ◈ জাপানে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ রাজধানীতে মিরপুরে আতশবাজির ফুলকি থেকে ভবনে আগুন ◈ শোকের মাঝেও উৎসব: রাজধানীতে আতশবাজি–ফানুসে নববর্ষ বরণ ◈ যখন শেখ হাসিনার মুক্তি চেয়েছিলেন খালেদা জিয়া ◈ শুরু হলো ইংরেজি নতুন বর্ষ ২০২৬ ◈ নববর্ষের অঙ্গীকার হবে—অবাধ, সুষ্ঠু নির্বাচনে জবাবদিহিমূলক সরকার গঠন: তারেক রহমান

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ০৭:১৯ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন পরিকল্পনায় দ্রুেতই চালু হবে ই পাসপোর্টের আবেদন গ্রহণ : পাসপোর্ট ডিজি

লাইজুল ইসলাম: [২] ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নতুন মাহপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী বলেছেন, আমি মাত্র জয়েন করলাম এই দপ্তরে। এখনো সব কিছু বুঝে উঠতে পারিনি। কিছুটা সময়তো অবশ্যই লাগবে। আপনারা আমাকে কিছুটা সময় দেন। তবে আশা করি যত সমস্যা আছে সবকিছুই ধীরে ধীরে সমাধান করতে পারবো।

[৩] বৃহস্পতিবার তিনি একথা বলেন।

[৪] তিনি বলেন, নতুন কিছু পরিকল্পনা করছি। বোঝার চেষ্টা করছি কোথায় আমাদের জট। একটা বড় জট হচ্ছে অনেকে কোভিডের ভয়ে ফিঙ্গার প্রিন্ট দিতে চাচ্ছে না। আবার যারা নিবে তারাও ভয় পাচ্ছে। একটা ভয়ের সময় যাচ্ছে। নতুন পরিকল্পনা চলছে।

[৪] তিনি বলেন, এমআরপি’র কাজ চলছে। বন্ধ নেই এমআরপি। সোমবারও ১২ হাজারের বেশি পাসপোর্ট প্রিন্ট দেয়া হয়েছে। মেশিনগুলো প্রায় একযুগ পুরোনো। তারপরও আমাদের কাজ চলছে। যদিও খুব বেশি বই আমাদের হাতে নেই। এদিকে, ই-পাসপোর্ট যারা নিতে চাচ্ছে তাদেরকে আমরা দিচ্ছি। তবে অনেকেই নিতে চাচ্ছেন না। তারপরও এ বিষয়ে একটি পরিকল্পনা আমাদের চলছে। সেটা শেষ হলেই আমরা ই-পাসপোর্টের আবেদন গ্রহণ শুরু করবে।

[৫] তিনি বলেন, এমআরপি পাসপোর্ট প্রিন্ট হয় একটি বদ্ধ ঘরে। সেখানে যদি সবাইকে ঢুকিয়ে দেই আর একজনের কোভিড থাকে তাহলে সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠাতে হবে। তখন এটা আরো বড় সমস্যা হয়ে দাড়াবে। এমনিতেই অধিদপ্তরের প্রচুর লোক কোভিড আক্রান্ত। তাই কয়েকটা গ্রুপে ভাগ হয়ে আমাদের কাজ করতে হচ্ছে। একটা সিকিউরিটি ব্যবস্থাপনা করতে হচ্ছে।সম্পাদনা: বাশার নূরু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়