সুজন কৈরী : [২] দক্ষিণ কেরাণীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কস্থ হযরত কদম আলী মাস্তান (রঃ) পাক দরবার শরিফ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তলসহ দুজনকে আটক করেছে র্যাব-১০। আটকরা হলেন- বাবু মোড়ল (৩৮) ও মো. শিশির খান (২১)।
[৩] বুধবার র্যাব-১০ এর অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান বলেন, মঙ্গলবার অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ১টি প্রাইভেট কার, ২টি মোবাইল এবং নগদ ৪ হাজার টাকা জব্দ করা হয়েছে।
[৪] তারা অবৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে ভীতি সঞ্চারের মাধ্যমে চাঁদাবাজি, অবৈধ দখলদারি, দস্যুতা, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কর্মকান্ড করছিলো। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা করার প্রক্রিয়া চলছে।