শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ০৭:১৭ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছায় নতুন করে ১০৩ জনের কোভিড শনাক্ত

চৌগাছা প্রতিনিধি: [২] জেলার আরো নয়জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে। এনিয়ে উপজেলায় মোট করোনা রোগী শনাক্ত হলেন ১০৪ জন।

[৩] বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি এই তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে ৯ ও ১০ আগস্ট এখানকার ২৮ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে পাঠানো হয়। সেখানে পরীক্ষার পর ১২ আগস্ট নয়জন করোনা পজেটিভ বলে শনাক্ত হন।

[৪] উপজেলায় নতুন আক্রান্তরা হলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুল ইসলাম বাবুল ও তার স্ত্রী লাকী আক্তার, শহরের নিরিবিলি পাড়ার সাহেলা শবনম, বাকপাড়ার জলি বেগম ও বিলকিচ খাতুন, ইছাপুরের আব্দুল হাকিম, কালিতলার সাইফুল ইসলাম ও ইদ্রস আলী এবং পাতিবিলা গ্রামের শওকৎ আলী।

[৫] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি জানান, চৌগাছা উপজেলায় ২২ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। ১১ আগস্ট পর্যন্ত উপজেলা থেকে ৬৯১ টি নমুনা সংগ্রহের পর পরীক্ষার করে চিকিৎসক ও রাজনীতিকসহ মোট ১০৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৭৩ জন সুস্থ হয়েছেন এবং বাকি ৩০ জন নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। উপজেলায় মৃত্যু হয়েছে দুইজনের। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়