শিরোনাম
◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা ◈ হাদিকে হত্যাচেষ্টায় ফয়সালের বাবা-মার স্বীকারোক্তি, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ মেক্সিকো কংগ্রেসে উত্তপ্ত বিতর্কে হাতাহাতি, চুল টানাটানির ভিডিও ভাইরাল ◈ হাদির জন্য দোয়া ও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ◈ ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ০৭:১৭ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছায় নতুন করে ১০৩ জনের কোভিড শনাক্ত

চৌগাছা প্রতিনিধি: [২] জেলার আরো নয়জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে। এনিয়ে উপজেলায় মোট করোনা রোগী শনাক্ত হলেন ১০৪ জন।

[৩] বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি এই তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে ৯ ও ১০ আগস্ট এখানকার ২৮ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে পাঠানো হয়। সেখানে পরীক্ষার পর ১২ আগস্ট নয়জন করোনা পজেটিভ বলে শনাক্ত হন।

[৪] উপজেলায় নতুন আক্রান্তরা হলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুল ইসলাম বাবুল ও তার স্ত্রী লাকী আক্তার, শহরের নিরিবিলি পাড়ার সাহেলা শবনম, বাকপাড়ার জলি বেগম ও বিলকিচ খাতুন, ইছাপুরের আব্দুল হাকিম, কালিতলার সাইফুল ইসলাম ও ইদ্রস আলী এবং পাতিবিলা গ্রামের শওকৎ আলী।

[৫] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি জানান, চৌগাছা উপজেলায় ২২ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। ১১ আগস্ট পর্যন্ত উপজেলা থেকে ৬৯১ টি নমুনা সংগ্রহের পর পরীক্ষার করে চিকিৎসক ও রাজনীতিকসহ মোট ১০৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৭৩ জন সুস্থ হয়েছেন এবং বাকি ৩০ জন নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। উপজেলায় মৃত্যু হয়েছে দুইজনের। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়