শিরোনাম
◈ মালয়েশিয়ার চাপের মুখে বাংলাদেশে নরম সিদ্ধান্ত, রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ছাড় ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো ◈ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা ◈ আরও ১৪ জেলায় নতুন ডিসি ◈ স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’ ◈ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল ◈ ২৭তম সংবিধান সংশোধনী: পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি, সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত ◈ হার্ট অ্যাটাক হ‌য়ে হাসপাতালে ‌বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি  ◈ বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান ◈ প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ০৫:২২ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ০৫:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী বাজেট নিয়ে কাজ শুরুর জন্য অর্থ মন্ত্রণালয়ের চার বিভাগকে অর্থমন্ত্রীর নির্দেশ

সোহেল রহমান : [২] মঙ্গলবার অভ্যন্তরীণ সম্পদ বিভার্গ, অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব/সচিবদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ নির্দেশ দেন। বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি মূল্যায়নে প্রতি তিন মাস পরপর চার বিভাগের সমন্বয় বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়।

[৩] অর্থমন্ত্রী বলেন, আগামী বাজেট কেমন হবে ও কোন ্কোন্ খাতকে প্রাধান্য দেয়া হবে সে বিষয়ে এখন থেকে কাজ শুরু করতে হবে। সমন্বয় সভায় আলোচনার মাধ্যমে তা আপডেট করতে হবে। চলতি বাজেট সফলভাবে বাস্তবায়নের জন্য অভ্যন্তরীণ ও বৈদেশিক সম্পদ মবিলাইজেশন এবং দক্ষ ব্যয় ব্যবস্থাপনার প্রতি যতœশীল হতে হবে।

[৪] তিনি বলেন, দেশের সামষ্টিক অর্থনীতির গতিধারা অক্ষুণœ রাখতে চার বিভাগকে নিবিড়ভাবে কাজ করতে হবে। মাঝে মাঝে আমরা পারফরমেন্স রিভিউ করবো এবং কোনো জটিলতা তৈরী হলে আলোচনার মাধ্যমে সেগুলো সমাধান করা হবে।

[৫] অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম বলেন, জুলাইয়ের হিসাব এখনও চূড়ান্ত হয়নি। তবে তুলনামূলকভাবে রাজস্ব আদায় কম হয়েছে। কিন্তু এখন যেহেতু আমদানি-রপ্তানি বাড়ছে তাই রাজস্বও বাড়ছে।

[৬] অর্থসচিব আবদুর রউফ তালুকদার বাজেট ঘাটতি ৬ শতাংশের মধ্যে রাখতে জাতীয় রাজস্ব বোর্ডের সহযোগিতা কামনা করেন।

[৭] আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম বিভিন্ন আইন ও বিধিমালা সংশোধিত আকারে প্রণয়ণের অগ্রগতি অবহিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়