শিরোনাম
◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ১১:৪৬ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পানিতে নিখোঁজের দুই দিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি: [২] জেলার পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার দুই দিন পর মোহাম্মদ আল ফাহাদ (১১) নামের এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৭টার দিকে ব্রহ্মপুত্র নদের পাঠানবাড়ি ঘাট থেকে ভাসমান অবস্থায় ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

[৩] নিহত ফাহাদ উপজেলার বাহাদিয়া মুন্সিবাড়ি গ্রামের দ্বীন ইসলামের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে কেজি-৪ এ পড়াশোনা করতো।

[৪] পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (৯ আগস্ট) বিকেলে ফাহাদসহ আরো পাঁচজন বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে ডিঙি নৌকা দিয়ে ঘুরতে যায়। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে অন্য পাঁচজন সাঁতরে নদের পাড়ে উঠতে পারলেও নদে ডুবে নিখোঁজ হয় ফাহাদ।

[৫] ঘটনার পর থেকে স্থানীয় লোকজন বিরামহীনভাবে ফাহাদের খোঁজ করতে থাকে।

[৬] এক পর্যায়ে মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৭টার দিকে পাঠানবাড়ি ঘাটে ড্রেজার মেশিনের ভাসমান পাইপের পাশে ভাসমান অবস্থায় ফাহাদের মরদেহ পাওয়া যায়।মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

[৭] পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা লিপিবদ্ধ করা হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়