শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ১২:১৫ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]পাকিস্তানে বন্যা ও বোমা বিস্ফোরণে নিহত ৬৩

ইমরুল শাহেদ: [২] তিনদিনের টানা ভারী বর্ষণে পাকিস্তানের খাইবার পাখতুনওয়া, সিন্ধু প্রদেশ, গিলগিট বালতিস্তান ও পঞ্জাবের জনপদ বিধ্বস্ত হয়ে পড়েছে। রোববার পর্যন্ত পানিতে ডুবে ও অন্যান্য কারণে ৫৮ জন মারা গেছেন। এছাড়া বেলুচিস্তান প্রদেশের চামান মল রোডে বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। প্রাদেশিক পুলিশের সহকারী কমিশনার জাকাউল্লাহ দুররানি এ তথ্য নিশ্চিত করেছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক্সপ্রেস ট্রিবিউন, পার্সটুডে

[৩] এক্সপ্রেস ট্রিবিউনের অনলাইন প্রতিবেদনে বল হয়েছে, বন্যা প্লাবিত এলাকায় ইতোমধ্যেই উদ্ধারকার্যে সেনাবাহিনীকে নামানো হয়েছে। যদিও ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বন্যা দুর্গতরা ত্রাণ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন।

[৪] সিন্ধুর প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজে পাঁচটি মোটরবোট ও পাঁচ হাজার উদ্ধারকর্মী কাজ করছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের জন্য তাবু, মশারি ও ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র লিয়াকত শাহওয়ানি জানিয়েছেন, ১৫ জেলার প্রায় তিনশ’ গ্রাম পুরোপুরি ডুবে গেছে।

[৫] এই প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি ঘটে যাওয়া বোমা বিস্ফোরণের ঘটনাটি সম্পর্কে পুলিশের সহকারী কমিশনার জাকাউল্লাহ দুররানি বলেন, মাদক-বিরোধী অভিযান পরিচালনাকারী একটি গাড়ি লক্ষ্য করে এই বোমা হামলা হয়। বোমা বিস্ফোরণে আশপাশের দোকান ও ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ছে।

[৬] পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বোমা বিস্ফোরণে নিন্দা জানিয়ে টুইটারে বার্তা দিয়েছেন। তিনি এই হামলায় হতাহতদের জন্য গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়