শিরোনাম
◈ সি‌লে‌টে নয়, ঢাকা পর্ব দি‌য়ে শুরু হচ্ছে বিপিএল ◈ মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে বাড়ানো হলো নিরাপত্তা ◈ মোদির শুভেচ্ছায় কৃতজ্ঞতা জানালো বিএনপি ◈ রাঙ্গামাটিতে কয়েক সেকেন্ডের মাঝারি ভূকম্পন অনুভূত ◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ১২:১৫ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]পাকিস্তানে বন্যা ও বোমা বিস্ফোরণে নিহত ৬৩

ইমরুল শাহেদ: [২] তিনদিনের টানা ভারী বর্ষণে পাকিস্তানের খাইবার পাখতুনওয়া, সিন্ধু প্রদেশ, গিলগিট বালতিস্তান ও পঞ্জাবের জনপদ বিধ্বস্ত হয়ে পড়েছে। রোববার পর্যন্ত পানিতে ডুবে ও অন্যান্য কারণে ৫৮ জন মারা গেছেন। এছাড়া বেলুচিস্তান প্রদেশের চামান মল রোডে বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। প্রাদেশিক পুলিশের সহকারী কমিশনার জাকাউল্লাহ দুররানি এ তথ্য নিশ্চিত করেছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক্সপ্রেস ট্রিবিউন, পার্সটুডে

[৩] এক্সপ্রেস ট্রিবিউনের অনলাইন প্রতিবেদনে বল হয়েছে, বন্যা প্লাবিত এলাকায় ইতোমধ্যেই উদ্ধারকার্যে সেনাবাহিনীকে নামানো হয়েছে। যদিও ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বন্যা দুর্গতরা ত্রাণ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন।

[৪] সিন্ধুর প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজে পাঁচটি মোটরবোট ও পাঁচ হাজার উদ্ধারকর্মী কাজ করছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের জন্য তাবু, মশারি ও ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র লিয়াকত শাহওয়ানি জানিয়েছেন, ১৫ জেলার প্রায় তিনশ’ গ্রাম পুরোপুরি ডুবে গেছে।

[৫] এই প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি ঘটে যাওয়া বোমা বিস্ফোরণের ঘটনাটি সম্পর্কে পুলিশের সহকারী কমিশনার জাকাউল্লাহ দুররানি বলেন, মাদক-বিরোধী অভিযান পরিচালনাকারী একটি গাড়ি লক্ষ্য করে এই বোমা হামলা হয়। বোমা বিস্ফোরণে আশপাশের দোকান ও ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ছে।

[৬] পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বোমা বিস্ফোরণে নিন্দা জানিয়ে টুইটারে বার্তা দিয়েছেন। তিনি এই হামলায় হতাহতদের জন্য গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়