শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ ◈ টানা দুই হা‌রের পর জ‌য়ে ফির‌লো মেসির ইন্টার মায়ামি ◈ করমর্দন বিতর্কে সুনীল গাভাস্কার - ক্রীড়া এবং রাজনীতি কখনোই আলাদা ছিল না  ◈ সীমানা পুনর্নিধারণ নিয়ে চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ আইসিসির শাস্তির ভ‌য়ে এশিয়া কাপ বয়কট কর‌ছে না পাকিস্তান

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০৮:০০ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে কোভিড মন্দা মোকাবেলায় মনমোহনের নগদ হস্তান্তরের পরামর্শ

রাশিদ রিয়াজ : [২] ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বিবিসি’কে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন অবিলম্বে মানুষের জীবন ও জীবিকা বাঁচাতে সরাসরি নগদ অর্থ হস্তান্তর, ব্যবসায় মূলধনের যোগান বৃদ্ধি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে স্বায়ত্বশাসন দিয়ে সরকারের নাক না গলানোর বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে।

[৩] মনমোহন বলেন নগদ অর্থ হস্তান্তর হলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে এবং বাজারে চাহিদা তৈরি হবে। ব্যবসার মূলধন যোগাতে হবে ভারত সরকারের ক্রেডিট গ্যারান্টি প্রোগ্রামের মাধ্যমে। আর্থিক প্রতিষ্ঠানগুলো স্বায়ত্বশাসন পেলে তারা স্বাধীনভাবে নিজেদের বিবেচনা মতো দ্রুত পদক্ষেপ নিতে পারবে।

[৪] মনমোহন ভারতের বর্তমান সংকটে ‘মন্দা’ শব্দটি ব্যবহার করতে চান না। তিনি বলেন মন্দা শুনতে রুক্ষ লাগে। অর্থনৈতিক মন্দগতি অনিবার্য এবং তা দীর্ঘ সময় ধরে চলবে। কোভিড পরিস্থিতিতে লকডাউন হঠাৎ করে আরোপ করায় অনেক মানুষ অসহায় হয়ে পড়েছে। শ্রমিক, মজুর ও গরিবদের দুর্ভোগ বেড়েছে। মানবিক বিষয় বিবেচনা করতে হবে শুধু অর্থনীতির অঙ্ক দিয়ে বিচার করলে চলবে না।

[৭] মনমোহন সিং স্বাস্থ্যখাতে জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় সরকারকে কাজে লাগাতে বলেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের উচিত ছিল নিয়ম নীতি, রূপরেখা বাতলে দিয়ে তাদের উপরেই মূল দায়িত্ব ছেড়ে দেওয়া।

[৮] মনমোহন বলেন, ভারতে লাগামহীন ভাবে টাকা ছাপানো শুরু হলে তার প্রভাব মুদ্রা ও বাণিজ্যের উপর পড়বে। আমদানি খরচ বেড়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়