শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২০, ০৯:৫০ সকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২০, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধু’র কালজয়ী সংগ্রামের সাথী : এনামুল হক শামীম

শরীয়তপুর প্রতিনিধি : [২] পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী সংগ্রামের সাথী। বঙ্গবন্ধু’র সংগ্রামী জীবনে যিনি প্রেরণা, শক্তি আর সাহসের উৎস ছিলেন, তিনি মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। একদিকে যেমন জাতির জনকের সহধর্মিনী হয়ে তাকে সাহস যুগিয়েছেন, তেমনি বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে পুরো পরিবারের দায়িত্বভারও পালন করেছেন পরম মমতায়। তেমনি মাতৃস্নেহে আওয়ামী লীগের নেতাকর্মী ও দেশের মানুষের পাশে ছিলেন তিনি। তাই বঙ্গবন্ধু ও বাংলাদেশ যেমন একই সূত্রে গাঁথা, তেমনি বঙ্গবন্ধু ও বঙ্গমাতা দুই শরীরে একই আত্মা।

[৩] শনিবার (৮ আগস্ট) সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

[৪] নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল হক মালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওহাব ব্যাপারী, উপজেলার সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জহির সিকদার, জেলার আইন সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলার যুগ্ম সাধারন সম্পাদক শাহআলম চৌকিদার, শহিদুল ইসলাম সিকদার, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ভিপি চুন্নু প্রমূখ।

[৫] এনামুল হক শামীম আরও বলেন, বঙ্গমাতা এদেশের মানুষের কাছে শ্রদ্ধা আর ভালোবাসার নাম। মুক্তিযুদ্ধের সময় তো বটেই বঙ্গবন্ধুর পুরো রাজনৈতিক জীবনে ছায়ার মতো পাশে ছিলেন তিনি। বঙ্গবন্ধুকে যে সমর্থন আর সহযোগিতা তিনি দিয়েছেন তা বাংলার মানুষ আজীবন স্মরণ রাখবে। আর তাদের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলার মানুষের জন্য নিরলসভাবে কাজ করে চলছেন।

[৬] এর আগে নড়িয়া পৌরসভা ও চামটা ইউনিয়নে বন্যার্তদের ত্রাণসামগ্রী বিতরণ করেন উপমন্ত্রী এনামুল হক শামীম। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়