মোঃ আদনান, ধামরাই প্রতিনিধি : [২] সাভার ধামরাইয়ে অজ্ঞাত গাড়িচাপায় আলাউদ্দিন শেখ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
[৩] শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের কচমচ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
[৪] নিহত আলাউদ্দিন শেখ রাজবাড়ি জেলার কালুখালি থানার গরিয়ানা এলাকার আমিন শেখের ছেলে।
[৫] পুলিশ জানায়, রাজবাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকা ফেরার সময় কচমচ এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা গাড়িচাপায় মোটরসাইকেলে থাকা আলাউদ্দিন শেখ ঘটনাস্থলে নিহত হয়।
[৬] ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়ীটি আটক করার চেষ্টা চলছে। এছাড়া এ ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। সম্পাদনা : হ্যাপি