শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২০, ০৫:৫৬ সকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২০, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন!

বিনোদন ডেস্ক : গীতিকার, কবি ও ভারতীয় সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন জোশির একটি কবিতা নিজের বাবার নামে পোস্ট করায় ক্ষমা চেয়েছেন অমিতাভ বচ্চন।

কিংবদন্তি এই বলিউড অভিনেতার বাবা হরিশংকর রায় বচ্চনও একজন কবি। গত ৫ আগস্ট মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি অনুপ্রেরণামূলক কবিতা পোস্ট করেন অমিতাভ। লেখকের নামের জায়গায় তার বাবার নাম দেন।

তবে ভুল শুধরে পরদিন এক টুইটে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘কাল যে কবিতা ছাপা হয়েছিল সেটির লেখক বাবুজি নয়। ওটা ভুল ছিল। এটির রচনা কবি প্রসূন জোশি করেছেন। এজন্য আমি ক্ষমা প্রার্থী।’ পাশাপাশি প্রসূন জোশির নামসহ পুরো কবিতা প্রকাশ করেন বলিউডের ‘বিগ বি’।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় অমিতাভ বচ্চন। নিজের পোস্টের পাশাপাশি প্রায়ই বাবার লেখা কবিতা ও লেখা প্রকাশ করেন তিনি। শুধু তাই নয়, এই অভিনেতার ‘অগ্নিপথ’, ‘আলাপ’, ‘সিলসিলা’ সিনেমায় তার বাবার লেখা ব্যবহার করা হয়েছে।

এদিকে করোনা আক্রান্ত হয়ে গত ১১ জুলাই থেকে মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে ভর্তি ছিলেন অমিতাভ বচ্চন। সম্প্রতি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তার আগে এই অভিনেতার পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন ও নাতনি আরাধ্য করোনামুক্ত হন। তবে অমিতাভের ছেলে অভিষেক বচ্চন এখনো হাসপাতালে করোনার চিকিৎসা নিচ্ছেন।

সূত্র : পূর্বপশ্চিমবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়