ইসমাঈল ইমু : [২] সরকার কর্তৃক বরাদ্দকৃত শহীদ পরিবারের বাড়ি বেদখল হওয়ার প্রতিবাদ জানিয়ে বাড়িটি পুনরায় ফেরত পাওয়ার দাবি জানিয়েছে মহান মুক্তিযুদ্ধে শহীদ নায়েক নুরুল ইসলামের পরিবার। শনিবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান ওই মুক্তিযোদ্ধার স্ত্রী রাবেয়া খাতুন।
[৩] লিখিত বক্তব্যে তিনি জানান, তার স্বামী মহান মুক্তিযুদ্ধে বিরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ ২০০০ সালের ৪ মে আওয়ামী লীগ সরকার মোহাম্মদপুরস্থ স্যার সলিমুল্লাহ রোডের ৩/এ-১৬ নম্বর বাড়িটি বরাদ্দ দেয়। যার স্মারক নং-শা-১২/ডি৮৯/৮২/২২০। ২০০০ সালের ১৬ মে গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রণালয় বাড়িটি দখল বুঝিয়ে দেয়। এরপর থেকে তারা সেখানে বসবাস করে আসছেন। তত্ববধায়ক সরকার আমলে হঠাৎ কোনো নোটিশ ছাড়াই তাদের বাড়িটি জোরপুর্বক উচ্ছেদ করে দেয়। এতে তারা মারাত্ত¥ক ক্ষতিগ্রস্থ হন। পরিবারের সদস্যরা গৃহহারা হওয়ায় দিশেহারা হয়ে পড়েন। বর্তমানে তাদের থাকার কোনো ব্যবস্থা নেই।
[৪] রাবেয়া খাতুন বলেন, বাড়িটি ফেরত পেতে প্রধানমন্ত্রীর কার্যালয়, গণপুর্ত মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। ২০০৯ সালের ৪মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণপুর্ত মন্ত্রণালয়কে নির্দেশ দিলেও কোনো ব্যভস্থা গ্রহণ করা হয়নি। এ অবস্থায় এই শহীদ পরিবারের সদস্যদের কষ্ট লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন শহীদ নুরুল ইসলামের বৃদ্ধা স্ত্রী।