শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০৬:৩৪ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাঁরা সুবিধাবাদী দুমুখো সাপ!

ডেস্ক রিপোর্ট : এনএএসিপি, অর্থাৎ ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব দ্য কালারড পিপল। ১৯০৯ সালে প্রতিষ্ঠিত এনএএসিপি বিশ্বব্যাপী কৃষ্ণাঙ্গদের অধিকার নিয়ে কাজ করা সেরা, স্বীকৃত ও প্রশংসিত সংস্থাগুলোর একটি।

সম্প্রতি হলিউডের আলোচিত তারকা দম্পতি রায়ান রেনল্ডস ও ব্লেক লাইভলি এই সংস্থাকে ১ কোটি ৭০ লাখ টাকা দান করেছেন। আর কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের দাবিতে চলমান আন্দোলনে সমর্থন জানিয়েছেন। আর এতেই খেপেছে একটি দল। তীব্র নিন্দা জানিয়েছে রায়ান ও ব্লেক দম্পতিকে। ভাবছেন, দান করা তো ভালো। তবে সমালোচনা কেন?

২০১১ সালে আরেক হলিউড তারকা স্কারলেট জোহানসনের সঙ্গে বিচ্ছেদের পর এক বছরও একা থাকেননি ডেডপুল তারকা রায়ান। পরের বছরই ঘটা করে ‘আই ডু’ বলেছেন আরেক হলিউড তারকা ব্লেক লাইভলিকে। ২০১২ সালের ৯ সেপ্টেম্বর ঘটা করে এই দম্পতি বিয়ের আনুষ্ঠানিকতা সারেন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার মাউন্ট প্লিজেন্টের বিখ্যাত বুন হল প্ল্যান্টেশনে। এই ঐতিহাসিক জায়গা দাসপ্রথা ও কৃষ্ণাঙ্গ নির্যাতনের সাক্ষ্য বহন করে।

সেখানে বিয়ের মতো গুরুত্বপূর্ণ ও আমোদপূর্ণ ঘটনার উদ্‌যাপন সেরে এই দম্পতির কালো মানুষদের অধিকার আদায়ের উদ্দেশ্যে অর্থ দেওয়াকে ভালো চোখে দেখেননি অনেকেই। একটি দল তাঁদের বলেছে ‘সুবিধাবাদী দুমুখো সাপ’।

এর আগে ২০১৮ সালে ব্লকবাস্টার হিট সিনেমা ব্ল্যাক প্যান্থারকে এক টুইটে সমর্থন করায়ও একই দুয়োধ্বনি শুনতে হয়েছিল ৪৩ বছর বয়সী কানাডীয় তারকা রায়ান রেনল্ডসকে। এবার তাই সুযোগ বুঝে ক্ষমা চেয়ে নিয়ে বললেন, ‘ওই জায়গায় বিয়ের সিদ্ধান্ত আমাদের জীবনের নিকৃষ্ট সিদ্ধান্তগুলোর একটি। এই বিয়ের জন্য আমরা দুঃখিত। আর এ জন্য আমরা সারা জীবন আন্তরিকভাবে দুঃখিত আর অনুতপ্ত থেকে যাব।’

লকডাউনে স্ত্রী আর তিন সন্তান জেমস, ইনেজ ও বেট্টিকে নিয়ে সুখেই কাটছে এই দম্পতির জীবন।

সূত্র : প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়