শিরোনাম
◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০৩:২৭ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে ৩ মাসের মধ্যে সর্বাধিক মৃত্যু, আক্রান্ত বেড়ে অর্ধকোটি

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা আবার বাড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্রে। অতি ছোঁয়াচে এই রোগে আক্রান্ত হয়ে চব্বিশ ঘণ্টার হিসেবে সবশেষ একদিনে সর্বাধিক মৃত্যু দেখেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি। বেড়েছে আক্রান্ত বেড়ে অর্ধকোটি ছাড়িয়েছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে আটটা (বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৬ টা) যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে আরও ২ হাজার ৬০ জনের মৃত্যু হয়েছে।

চব্বিশ ঘণ্টার হিসেবে দৈনিক মৃত্যুর এই সংখ্যাটি তিন মাসের মধ্যে সর্বাধিক। যুক্তরাষ্ট্র সবশেষ দুই হাজারের বেশি মৃত্যু দেখেছিল গত ৮ মে। নতুন মৃত্যু নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ১ লাখ ৬২ হাজার ছাড়িয়েছে, যা বিশ্বের সর্বাধিক।

এদিকে, চব্বিশ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ ধরা পড়েছে আরও প্রায় ৬০ হাজার মানুষের শরীরে। তাতে পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের হিসেব মতে, দেশটিতে মোট আক্রান্ত ৫০ লাখ ৩২ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর মতো আক্রান্তেও বহু আগে থেকে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।

আক্রান্ত-মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার বৃহত্তম দেশটিতে মোট আক্রান্ত ২৯ লাখ ১৭ হাজার ছাড়িয়েছে, এর মধ্যে মৃত্যু হয়েছে ৯৮ হাজার মানুষের।

উপমহাদেশের বৃহত্তম দেশ ভারত আক্রান্তে তৃতীয়স্থানে আছে, ২০ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে। মৃত্যুতে পঞ্চমস্থানে আছে দেশটি, ৪১ হাজার।

এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৯২ লাখ, মৃত্যু ৭ লাখ ১৭ হাজার। সুস্থ হয়েছেন ১ কোটি ২৩ লাখ। বর্তমানে বিশ্বে ‘অ্যাকটিভ’ করোনারোগী আছে ৬১ লাখ ৮২ হাজার।

সূত্র : দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়