শিরোনাম
◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০৯:৪০ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশপ্রেম, স্বজাতি প্রেম কাকে আর বলে?

ডেস্ক রিপোর্ট  : মোগল সম্রাট শাহজাহান তাঁর মেয়ে জাহানারা কে অসম্ভব স্নেহ করতেন। সম্রাটের শেষ দিন গুলিতে জাহানারা ছিলেন তাঁর একমাত্র সঙ্গী যখন তিনি আগ্রার দুর্গে আওরঙ্গজেবের হাতে বন্দী ছিলেন।

কৈশোরে জাহানারা একবার অগ্নি দগ্ধ হয়ে মুখের কিয়দংশ পুড়ে গেলে সম্রাট যারপরনাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। অনেক বড় বড় ডাক্তারদের
চিকিৎসাও শাহজাদীকে সারিয়ে তুলতে পারছিলেন না ।

তখন তিনি জানতে পারলেন সুরাটের ইংরেজ কুঠিতে একজন ডাক্তার আছেন যে শাহজাদী কে সারিয়ে তুলতে পারেন। কিন্তু একেতো পুরুষ ডাক্তার তার উপর বিদেশি খৃস্টান। এটা কিকরে সম্ভব? দরবারের সবাই এর বিরোধিতা করলেও শেষ পর্যন্ত পিতৃস্নেহ জয়ী হয় ।

সুরাটের ইংরেজ ডাক্তার কে তলব করা হলো। দীর্ঘ চিকিৎসার পর শাহজাদী জাহানারা সুস্থ হয়ে গেলে সম্রাট যারপরনাই স্বস্তি বোধ করলেন ।

সম্রাট একদিন ঐ ইংরেজ ডাক্তার কে দরবারে তলব করলেন এবং জিজ্ঞেস করলেন তাঁর চিকিৎসার জন্য কি পুরস্কার চান ?

কিন্তু ইংরেজ ডাক্তার কাঁচুমাচু হয়ে বললেন তাঁর ব্যক্তিগত কোন পুরস্কার চাওয়ার নেই। শুধু ইংরেজ বনিকদের ভারতে বিনা শুল্কে বানিজ্য করার সুযোগ দান করলেই মহামান্য সম্রাটের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবেন।

সম্রাটতো রীতিমতো অবাক! মাত্র এইটুকু চাওয়া? সম্রাট কালবিলম্ব না করেই বিনা শুল্কে ইংরেজদেরকে ভারতে বিনা শুল্কে বানিজ্য করার ফরমান জারী করলেন ।

এই সামান্য ফরমানের বদৌলতে বনিক ইংরেজকে একদিন ভারতের শাসকের ভুমিকায় নিয়ে আসে! দেশপ্রেম আর কাকে বলে?

এরকম আর একজন দেশপ্রেমিক ইতিহাসে পাওয়া যায়, তিনি আর কেউ নন বৃটিশ বিজ্ঞানী চাইম ওয়াইজ ম্যান ।

সময়টা প্রথম মহাযুদ্ধ কালীন। প্রথম বিশ্বযুদ্বের একটা পর্যায়ে বিস্ফোরক তৈরির প্রয়োজনীয় উপাদান এসিটোন এর ভীষণ ঘাটতি দেখা দেয়। এই ঘাটতি পুরন সম্ভব একমাত্র কৃত্রিম এসিটোন উৎপাদন। অতএব বৃটিশ সরকার দ্বারস্থ হলেন মানচেস্টার বিশ্ববিদ্যালয়ের ইহুদি অধ্যাপক ও গবেষক রসায়নবিদ চাইম ওয়াইজম্যানের।

তিনি দিন-রাত পরিশ্রম করে কৃত্রিম এসিটোন আবিষ্কার করতে সক্ষম হলেন এবং বৃটিশরাও স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তৎকালীন বৃটিশ প্রধানমন্ত্রী জর্জ ডেভিড লয়েড ওয়াইজম্যানের কাছে জানতে চাইলেন বৃটিশ সাম্রাজ্যকে এই গুরুত্বপূর্ণ সেবা প্রদানের বিনিময়ে কি পুরস্কার চান তিনি ?

তিনি কোন রকম ভনিতা না করে সরাসরি বলে ফেললেন - নিজের জন্য কিছু চাই না, তবে স্বজাতি ইহুদিদের জন্য চাই ফিলিস্তিনে একখণ্ড আবাস ভুমি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার আশ্বাস! ডেভিড লয়েড আস্বস্ত করলেন খুব শীগগির তাঁর মনোবাসনা পূর্ণ হবে।

এখন প্রশ্ন জাগে কে এই ওয়াইজম্যান ?
ওয়াইজম্যানের জন্ম রাশিয়ার অন্তর্গত বেলারুশে।সেখানে প্রথমে হিব্রু স্কুলে প্রাথমিক শিক্ষা লাভ করেন। মাত্র এগার বছর বয়সে ওয়াইজম্যান জায়নিষ্ট আন্দোলনের সাথে যুক্ত হন ।

১৮৯২ সালে তিনি বার্লিন চলে যান কেমিস্ট্রিতে উচ্চ শিক্ষা লাভের উদ্দেশ্যে। সেখানে তিনি বার্লিন ও ফ্রাইবুর্গ বিশ্ববিদ্যালয়ে লেখা পড়া করেন এবং আন্তর্জাতিক জায়নিষ্ট আন্দোলনের সাথে যুক্ত হন। এবং প্রথম বারের মত জায়নিষ্ট সম্মেলনে যোগদান করেন ।

১৮৯৯ সালে তিনি জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং একই বিশ্ববিদ্যালয়ে এসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ পান। পরবর্তী কালে ওয়াইজম্যান বৃটেন চলে আসেন এবং ১৯০২ সালে বৃটিশ নাগরিক হন এবং মানসেস্টার বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন ।

বৃটেন এসেই তিনি একটি স্বতন্ত্র ইহুদি আবাস ভুমির জন্য নিরলস কাজ করতে থাকেন এবং আন্তর্জাতিক জায়নিষ্ট আন্দোলনের সাথে কাজ করতে থাকেন। তিনি বৃটিশ উপর মহলে দেন-দরবার চালাতে থাকেন।

তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় ধনকুবের রথ চাইল্ড সহ ইহুদি উপর মহলে প্রভাব বিস্তার করেন। বৃটেনের রাজনৈতিক অঙ্গনেও তিনি পরিচিত হয়ে উঠেন এবং পররাষ্ট্র সেক্রেটারি লর্ড বেলফোর ও স্বরাষ্ট্রমন্ত্রী চার্চিলের সাথে ঘনিষ্ঠ হন। বেলফোর এর সাথে ওয়াইজম্যান অতি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং ফিলিস্তিনে একটি ইহুদি আবাস ভুমি প্রতিষ্ঠার যৌক্তিকতা তুলে ধরতে থাকেন ।

বৃটিশ কর্তৃপক্ষ তখন উগান্ডায় তাদের উপনিবেশ বৃটিশ উগান্ডায় একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ভাবছিলেন।কিন্তু ইহুদি নেতারা সেটা গ্রহণ করতে অস্বীকার করেন ।

চায়ের টেবিলে একদিন লর্ড বেলফোরকে ওয়াইজ্যান বলেন আপনাকে কেউ লন্ডনের পরিবর্তে রোচেষ্টারএ থাকতে বললে আপনি কি রাজি হবেন ?

বেলফোর জবাব দেন তা কেন হবে। আমি জন্মগত ভাবে লন্ডনের অধিবাসী! লন্ডন ছাড়া আর কোন শহরে বসবাস করার কথা আমি কি ভাবতে পারি ?

তখন ওয়াইজম্যান বলেন মিস্টার বেলফোর আমরা ইহুদিরা যখন পেলেষ্টাইন শহরে বসবাস করি তখন আপনাদের লন্ডন ছিল একটা বদ্ধ নোংরা জলাভূমি। এখন আপনিই বলুন পেলেস্টাইন ছাড়া আর কোন দেশে আমরা কি করে থাকি ?

ওয়াইজম্যান জীবনে প্রথম ইজরায়েল গমন করেন ১৯১২ সালে। এরপর তিনি সেখানে প্যালেস্টাইন ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি গঠন করে গরীব আরবদের কাছ থেকে অল্প মূল্যে জমি কিনে ইহুদি অভিবাসীদের জন্য আবাসস্থল নির্মাণ করা শুরু করেন ।

এভাবে ধীরে ধীরে বাহির থেকে ইহুদিরা পেলেষ্টাইনে এসে বসতি স্হাপন করতে থাকেন। ইতিমধ্যে তিনি সেখানে হিব্রু ইউনিভার্সিটি স্হাপনের কাজও এগিয়ে নিয়ে যান। ইতিমধ্যে প্রথম মহাযুদ্ধ শুরু হয়ে গেলে বৃটিশদের কৌশল ও পাল্টে যায়। এতদিন তারা তুরস্কের ওসমানী খেলাফতের বিরুদ্ধে আরব জাতীয়তাবাদ উস্কে দিয়ে আরবদের সহায়তা নিয়ে আসছিলেন।

এখন তাদের মনে হলো আরব মুসলিমদের চেয়ে ইহুদিরাই মিত্র হিসেবে বেশি নির্ভরযোগ্য হবেন। তাই তাদের সমর্থন আস্তে আস্তে পেলেষ্টাইনে ইহুদি রাষ্ট্র গঠনের দিকে ঝুঁকে পড়তে শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৯১৭ সালে বিশ্বযুদ্ধের মাঝখানে পররাষ্ট্র মন্ত্রী লর্ড বেলফোর বৃটিশ ধনকুবের রুথচাইল্ডকে এক চিঠির মাধ্যমে পেলেষ্টাইনে ইহুদি রাষ্ট্র গঠনের রূপরেখা ঘোষণা করেন ।

ইতিহাসে এটাই বেলফোর ঘোষণা নামে খ্যাত।

বিনিময়ে বৃটিশ সরকার ইহুদিের কাছথেকে প্রথম বিশ্ব যুদ্ধে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। ইহুদিরা বিশেষ করে রথচাইল্ড পরিবার বৃটিশ সরকার কে যুদ্ধে সর্বাত্মক সহযোগিতা দেন।

১৯১৯ সালে যুদ্ব শেষ হলে পেলেষ্টাইন বৃটিশ প্রটেক্টরেট এ পরিনত হয়ে যায়। ফলে ইহুদিদের রাস্তা ও পরিস্কার হয়ে যায়। দলে দলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হতদরিদ্র ইহুদিরা পেলেষ্টাইনে এসে বসতি স্হাপন করতে থাকে বিশেষ করে রাশিয়া থেকে জার নিকোলাস কর্তৃক বহিস্কৃত ইহুদীরা দলে দলে পেলেষ্টাইনে এসে বসতি শুরু করে। এবং বিশ্ব ইহুদি সংঘ অকাতরে তাদের আর্থিক সহায়তা দিতে থাকে।

ফলে পেলেষ্টাইনে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা হ্রাস পেতে থাকে। প্রথম মহাযুদ্ধের শেষে দলে দলে জার্মানী এবং রাশিয়া পোল্যান্ড থেকে উচ্ছেদ কৃত ইহুদিরা পেলেষ্টাইনে আসতে থাকে স্রোতের মত।

এরা এখানে এসে আরবদের সাথে সংঘাত ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত মুসলমানদের অভ্যন্তরিন অনৈক্য ও কামাল আতাতুর্কের ওসমানীয় খেলাফত বিলুপ্তির ঘোষণায় তুর্কী অটোমান সাম্রাজ্যের ভেঙে খানখান হয়ে যাওয়ায় মুসলমানদের পরাজয় ঘটে এবং ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হয় ।

ঐ সময় সবচেয়ে বড় বিশ্বাস ঘাতকতা নব্য তুরস্কের নেতা কামাল আতাতুর্ক। তিনি পেলেষ্টাইনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা সমর্থন দেন। এদিকে ওয়াইজ্যান, আইনষ্টাইন সহ ইহুদি বুদ্ধিজীবীরা আমেরিকা কে ইজরায়েল রাষ্ট্রকে সমর্থন দিতে রাজি করায়। এমনকি রাশিয়ার সমর্থন আদায় করতে ও সক্ষম হয় ।

ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠায় তাঁর নিরলস ভুমিকা ও ত্যাগের স্বীকৃতি স্বরূপ ১৯৪৯ সালে বৃটিশ নাগরিক প্রফেসর ওয়াইজম্যান কে ইহুদিরা নব প্রতিষ্ঠিত ইজরায়েল রাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত করেন।বিশ্ব ইহুদি সংঘর প্রথম সারির নেতা ওয়াইজম্যান ১৯৫২ সালে মারা যান।
দেশপ্রেম, স্বজাতি প্রেম কাকে আর বলে?

ছবি - দ্বৈত চিন্তা-চেতনার দুই ব্যক্তি। একজন সম্রাট শাহজাহান ও চাইম ওয়াইজম্যান।

( সংগৃহীত )

  • সর্বশেষ
  • জনপ্রিয়