মিনহাজুল আবেদীন : [২] মাঝখানে দুই বার চালু করে আবার ফ্লাইট চলাচল বন্ধ করেছিল এয়ার এরাবিয়া। অবশেষে আবুধাবি-ঢাকা রুটে পুনরায় সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে এয়ার অ্যারাবিয়া। আগামী ৭ আগস্ট থেকে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে তারা। এভিয়েশন বিডি
[৩] জানা গেছে, সপ্তাহে ২দিন বুধ ও শুক্রবার এয়ারবাস ৩২০ দিয়ে ফ্লাইট চালু করা হবে। প্রতি বুধ ও শুক্রবার আবুধাবি থেকে সকাল ৯টায় ফ্লাইট ছেড়ে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ঢাকায় পৌঁছাবে। কালের কণ্ঠ
[৪] উভয় দিন বিকেল ৪টা ৪০ মিনিটে ঢাকা থেকে ফ্লাইট রওনা হয়ে আবুধাবির সময় রাত ৮টায় সেদেশে পৌঁছাবে।