শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২০, ১০:৩৩ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২০, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তানজিয়া সালমার কবিতা: বিরহের বাঁশি

এই এখানে নদীর উপরে করা নতুন ব্রিজের ধারে
যেখানে দাঁড়িয়ে সূর্যডোবা দেখছে আমারই আত্মজা,
কিশোরী উচ্ছলতায় খিলখিলিয়ে হেসে উঠছে বিনা
কারণে, নদীর কলতানের সাথে গাইছে গুনগুনিয়ে,
অপাপবিদ্ধ মুগ্ধতায় পিছু নিয়েছে নীল প্রজাপতির,
একদিন তার মায়ের হৃদয়ের দুকূল ছাপানো বিস্ময়
হয়ে এক সত্যবান যুবক এসে হাত ধরেছিলে তার।
তারপর যা কিছু ঘটনা, সে ছিল অনুপম ছোটগল্প,
মিলনের সানাই নয় বিরহের বাঁশিই যেখানে সত্য।

হাড়িধোয়া নদীর তীরে শেষবার দেখেছিলাম তাকে
বিচ্ছেদের লগ্ন শুরুর সেই বিরহী গোধূলি বেলায়
কমলা বিষন্নতা গড়িয়ে পড়েছিল ধুসর সন্ধ্যার বুকে।
একপাশে সাপের শরীর নিয়ে চিৎশোয়া রেললাইন,
ট্রেনটা আসার কথা মাগরেবের আজানের কিছু পরে,
দুদিন আগে যখন গ্রাম জুড়ে কানাকানি হয়েছে শুরু
সব ঠিকঠাক, পরানের অধিক তার, চলে যাবে দূরে
ভৈরবের পুল পেরিয়ে আশুগঞ্জের সার কারখানায়,
সেখানেই বড় চাকুরে বাবুর সাজানো গোছানো ঘরে।

টিনের দোচালায় লতানো হলুদ কুমড়ো ফুলের
মুচমুচে বড়া, ঘরের পিছনে ডোবার তেলাপিয়া মাছ,
এককানি ক্ষেতে যত্নে বেড়ে উঠা পিয়াজকলির সাথে
কচি শিমের তরকারি, মাটির মেঝেতে পাতা খেজুর
পাটিতে সুখের ঘরকন্না, দুজনের দেখা স্বপ্নেগুলো
মেথিকান্দা স্টেশন থেকে ট্রেনে চেপে চলে যেতে থাকে
তার সক্ষমতার সীমানা ছাড়িয়ে উত্তরের এক শহরে।
তখনই শপথ করে, এই এখানেই হাড়িধোয়া নদীর
তীর ঘেঁষে চলা রেললাইনেই ভালবাসার ইতিকথা
বলে শূন্যে মেলাবে তাদের ব্যথিত বিদেহী আত্মারা।

উন্মত্ত যৌবনা হাড়িধোয়ার তীরে করতলের মিলন
সুখ শেষবারের মত অনুভবে নিতে নিতে নির্বাক
যুবক হঠাৎই মন বদলায়-“ঘরে ফিরে যাও তুমি”।
সাঁঝের গম্ভীর নিস্তব্ধতা ভেঙ্গে জলে পতনের শব্দ
আবছা আলোয় দেখা ঘূর্ণি স্রোতে প্রিয় অবয়ব,
চোখের উপর কালো পর্দা। শ্রাবণের তুমুল বৃষ্টি
ধারায় মিশে যায় বুকের বাদল, বোবা চিৎকারে
প্রিয় নাম জপমালা করে ঘরে ফিরেছিল মেয়েটি।

“দেখেছো মা ঘূর্ণিপাকে কেমন করে হারিয়ে যায়
খড়কুটোগুলো”। মেয়ের ডাকে বর্তমানে ফেরে
মিসেস কামাল ওরফে জরী। স্রোতে ভাসিয়ে দেয়
বুকের দীর্ঘশ্বাসগুলো। চোখ বুজে অনুভব করে
কোন এক দুঃখী যুবকের করতলের শেষের স্পর্শ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়