আসিফ নজরুল: আশফাক নিপুনের ভিকটিম নাটকটা মাত্র দেখলাম। আমি আর শীলা। নাটকের মাঝখানে ছোট বাচ্চাদুটো এসেছিল। এক ধমকে বের করে দিলাম। বাথরুমে যাওয়ার টান ছিল। সেটাও ভুলে থাকলাম।
নাটক শেষে শীলাকে বললাম: কি নাটক বানাইসে এটা! ও মাই গড!
সে মাথা নাড়লো।
আমি বললাম, অসাধারন না?
হ্যা
দশে কতো?
দশে দশ!
আশফাক নিপুন, জীবনে আর আপনার নাটক মিস করবেf না। এতো আধুনিক, স্মার্ট্ আর বাস্তবসম্মত আপনার নাটক। আর শেষটা! আহ্! জীবন কি দুয়ে দুয়ে চার? না! সেখানে রহস্যময়তা আর অমীমাংসিত কিছু থাকে। এটা এতো চমৎকারভাবে এলো নাটকে।
এই নাটকের সব ভালো। ক্যামেরা, সংলাপ, কাহিনী, সম্পাদনা। আবহ সংগীত নিয়ে আমার অনেক অভিযোগ থাকে। এখানে সেটাও নাই।
আরেকটা কথা বলতে হবে। সেটা আফরান নিশো আর অপির অভিনয়। ওয়ার্ল্ড ক্লাস!
আশফাক নিপুন আমাদের ভালোবাসা নিন। you are a genius