শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২০, ০৬:৫০ সকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২০, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তান বিপদজনক দল: ক্রিস ওকস

স্পোর্টস ডেস্ক : [২] দল হিসেবে পাকিস্তান বেশ বিপদজনক। শক্তিশালী বোলিং লাইনআপের সঙ্গে ব্যাটিং ও ফিল্ডিং বিভাগও বেশ শক্তিশালী তাদের। তাই পাকিস্তানের সঙ্গে সিরিজ জেতাটা বেশ কঠিন হবে। ৫ আগস্ট থেকে শুরু হওয়া টেস্ট সিরিজ নিয়ে এমনটাই জানান পেসার ক্রিস ওকস।

[৩] ক’রোনাপ্রাদুর্ভাবের মাঝেও দারুন সময় পার করছে ইংল্যান্ড। দীর্ঘদিন বন্ধ থাকার পর গেল মাসে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট সিরিজ দিয়ে মাঠে গড়ায় আন্তর্জাতিক ক্রিকেট।

[৪] প্রথম টেস্টে হেরে গেলেও, পরের দুই টেস্টে দারুভাবে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। ওয়েস্ট ইন্ডিজের ৩২ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন গুড়িয়ে দিয়ে ২-১ এ উইজডেন ট্রফি জিতে নেয় ইংল্যান্ড।

[৫] এরইমধ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজও নিশ্চিত করে ফেলেছে মরগান বাহিনী। ৫ আগস্ট থেকে ম্যানচেস্টারে পাকিস্তানের বিপক্ষে শুরু হচ্ছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। ২০১০ সালে সবশেষ আজহার আলীদের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিলো ইংল্যান্ড।

[৬] ২০১১-১২ এবং ১৫ তে সংযুক্ত আরব আমিরাতে দুবার ইংলিশদের হারের তিক্ততা দেয় পাকিস্তান। আর ২০১৬ ও ১৮ তে দু’দলের সিরিজ শেষ হয়ে ড্র’য়ে। তাই পাকিস্তানকে বেশ বিপদজনক প্রতিপক্ষ হিসেবেই দেখছেন ওকস। তবে, এ যাত্রায় জয়ের আত্মবিশ্বাস যোগাচ্ছে ক্যারিবীয়দের বিপক্ষে জেতা সিরিজ।

[৭] ইংল্যান্ড ক্রিকেটার ক্রিস ওকস বলেন, ”পাকিস্তান বেশ শক্ত প্রতিপক্ষ। ওদের বিপক্ষে সিরিজ জেতা কঠিন হবে। আমরা অকেদিন ধরে অপেক্ষায় আছি টেস্টে পাকিস্তানকে হারাতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কদিন আগে জেতা সিরিজ আমাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে। আশা করছি ভাল কিছুই হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়