শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২০, ০১:৩৬ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২০, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবার বৃদ্ধি পেয়েছে কোভিডে মৃত্যু, আগামী সপ্তাহ নাগাদ সংক্রমণ বাড়তে পারে

লাইজুল ইসলাম : [২] ঈদ উল আযাহ ছুটির চারদিন কোভিড-১৯ সংক্রমণ ছিলো খুবই কম। মৃত্যুও ছিলো কম। এতে অনেকে ধারণা করেছিলেন সংক্রমণ না কমলেও কমতে শুরু করেছে মৃত্যু। তবে যারা চিন্তা করেছিলেন তা সঠিক হয়নি। আবারও মৃত্যু বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়ে মারা গেছে ৫০ জন।

[৩] ৩১ জুলাই সংক্রমিত হয় ২৭৭২ ও মৃত্যু হয় ২৮ জনের, ১ আগস্ট ২১৯৯ ও মৃত্যু ২১, ২ আগস্ট ৮৮৬ ও মৃত্যু ২২, ৩ আগস্ট ১৩৫৬ ও মৃত্যু ৩০ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৯১৮ জন।

[৪] গত ৪ দিনের গ্রাফ দেখলেই বোঝা যাচ্ছে মৃত্যু হঠাৎ করে ২০ জন বেশি। যা অশনিক সংকেত বলে মনে করেন চিকিৎসকরা।

[৫] সকালে কুর্মিটোলা কোভিড জেনারেল হাসপাতালের চিকিৎকরা জানান, ঈদের আগে রোগী পরিমান কম ছিলো। অনেকে মোটামুটি সুস্থ্য হয়ে বিদায় নিয়েছেন হাসপাতাল থেকে। তবে ঈদের ৩ দিনে হাসপাতালে রোগীর পরিমান বৃদ্ধি পেয়েছে। মুগদা জেনারেল হাসপাতাল ও কুয়েত মৈত্রি হাসপাতালেও রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানান চিকিৎসকরা।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডা. আয়শা আক্তার বলেন, হঠাৎ করে মৃত্যু বৃদ্ধি পায়নি। এই রোগীরা দীর্ঘদিন ধরে হাসপাতালে ছিলো। তবে এটা সত্যি ঈদের কারণে মানুষ বিভিন্ন দিকে গিয়েছেন। স্বাস্থ্যবিধি মানেনি তাই কোভিড সংক্রমণ বাড়তে পারে।

[৭] আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোশতাক হোসেন বলেন, চারদিনের মৃত্যু বা সুস্থ্যতা দেখে কোনো কিছুই বোঝা যাবে না। এটি দেখতে হলে অন্তত ১৪-২০ দিন সময় লাগবে। মৃত্যু কম দেখে যারা স্বস্তি প্রকাশ করেছে তারা ভূল করেছিলো। তার প্রমাণ আজ পেলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়