শিরোনাম
◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা ◈ গভর্নরের মর্যাদা মন্ত্রীর সমান করার উদ্যোগ: বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতের প্রস্তাব ◈ বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করল বিসিবি 

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২০, ০১:৩৬ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২০, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবার বৃদ্ধি পেয়েছে কোভিডে মৃত্যু, আগামী সপ্তাহ নাগাদ সংক্রমণ বাড়তে পারে

লাইজুল ইসলাম : [২] ঈদ উল আযাহ ছুটির চারদিন কোভিড-১৯ সংক্রমণ ছিলো খুবই কম। মৃত্যুও ছিলো কম। এতে অনেকে ধারণা করেছিলেন সংক্রমণ না কমলেও কমতে শুরু করেছে মৃত্যু। তবে যারা চিন্তা করেছিলেন তা সঠিক হয়নি। আবারও মৃত্যু বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়ে মারা গেছে ৫০ জন।

[৩] ৩১ জুলাই সংক্রমিত হয় ২৭৭২ ও মৃত্যু হয় ২৮ জনের, ১ আগস্ট ২১৯৯ ও মৃত্যু ২১, ২ আগস্ট ৮৮৬ ও মৃত্যু ২২, ৩ আগস্ট ১৩৫৬ ও মৃত্যু ৩০ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৯১৮ জন।

[৪] গত ৪ দিনের গ্রাফ দেখলেই বোঝা যাচ্ছে মৃত্যু হঠাৎ করে ২০ জন বেশি। যা অশনিক সংকেত বলে মনে করেন চিকিৎসকরা।

[৫] সকালে কুর্মিটোলা কোভিড জেনারেল হাসপাতালের চিকিৎকরা জানান, ঈদের আগে রোগী পরিমান কম ছিলো। অনেকে মোটামুটি সুস্থ্য হয়ে বিদায় নিয়েছেন হাসপাতাল থেকে। তবে ঈদের ৩ দিনে হাসপাতালে রোগীর পরিমান বৃদ্ধি পেয়েছে। মুগদা জেনারেল হাসপাতাল ও কুয়েত মৈত্রি হাসপাতালেও রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানান চিকিৎসকরা।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডা. আয়শা আক্তার বলেন, হঠাৎ করে মৃত্যু বৃদ্ধি পায়নি। এই রোগীরা দীর্ঘদিন ধরে হাসপাতালে ছিলো। তবে এটা সত্যি ঈদের কারণে মানুষ বিভিন্ন দিকে গিয়েছেন। স্বাস্থ্যবিধি মানেনি তাই কোভিড সংক্রমণ বাড়তে পারে।

[৭] আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোশতাক হোসেন বলেন, চারদিনের মৃত্যু বা সুস্থ্যতা দেখে কোনো কিছুই বোঝা যাবে না। এটি দেখতে হলে অন্তত ১৪-২০ দিন সময় লাগবে। মৃত্যু কম দেখে যারা স্বস্তি প্রকাশ করেছে তারা ভূল করেছিলো। তার প্রমাণ আজ পেলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়