শিরোনাম
◈ কড়াইলের ভয়াবহ আগুনে নিঃস্ব পরিবারগুলোকে সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার ◈ আমি বাংলাদেশিদের মতো কথা বলছি, ক্ষমতা থাকলে গ্রেপ্তার করুন, ভারতবর্ষ নাড়িয়ে দেবো ◈ বাংলা‌দেশও পা‌রে সাফ‌ল্যের স‌ঙ্গে বিশ্বকাপ আ‌য়োজন কর‌তে, প্রমাণ কর‌লো কাবা‌ডি ফেডা‌রেশন ◈ শব্দ দূষণ বন্ধে সরকার কঠোর: নীরব এলাকায় নির্বাচনি মাইক সম্পূর্ণ নিষিদ্ধ ◈ লাইভস্ট্রিমে সাহায্য চাওয়া নিয়ে দুবাই রাজপরিবারের সদস্যের সাবেক স্ত্রীর গ্রেপ্তার আশঙ্কা ◈ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে হেসে খেলে হারা‌লো চেলসি ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি ১৫ ফেব্রুয়ারি ◈ কিছুতেই থামছে না গণপিটুনি, মৃত্যুতে বাড়ছে উদ্বেগ! ◈ ২০৩০ সালের কমনওয়েলথ গেমস ভারতেই? বুধবার ঘোষণা হ‌বে আ‌য়োজ‌কের নাম ◈ অগ্রণী ব‌্যাং‌কের ভ‌ল্টে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালংকার 

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২০, ০১:৩৬ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২০, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবার বৃদ্ধি পেয়েছে কোভিডে মৃত্যু, আগামী সপ্তাহ নাগাদ সংক্রমণ বাড়তে পারে

লাইজুল ইসলাম : [২] ঈদ উল আযাহ ছুটির চারদিন কোভিড-১৯ সংক্রমণ ছিলো খুবই কম। মৃত্যুও ছিলো কম। এতে অনেকে ধারণা করেছিলেন সংক্রমণ না কমলেও কমতে শুরু করেছে মৃত্যু। তবে যারা চিন্তা করেছিলেন তা সঠিক হয়নি। আবারও মৃত্যু বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়ে মারা গেছে ৫০ জন।

[৩] ৩১ জুলাই সংক্রমিত হয় ২৭৭২ ও মৃত্যু হয় ২৮ জনের, ১ আগস্ট ২১৯৯ ও মৃত্যু ২১, ২ আগস্ট ৮৮৬ ও মৃত্যু ২২, ৩ আগস্ট ১৩৫৬ ও মৃত্যু ৩০ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৯১৮ জন।

[৪] গত ৪ দিনের গ্রাফ দেখলেই বোঝা যাচ্ছে মৃত্যু হঠাৎ করে ২০ জন বেশি। যা অশনিক সংকেত বলে মনে করেন চিকিৎসকরা।

[৫] সকালে কুর্মিটোলা কোভিড জেনারেল হাসপাতালের চিকিৎকরা জানান, ঈদের আগে রোগী পরিমান কম ছিলো। অনেকে মোটামুটি সুস্থ্য হয়ে বিদায় নিয়েছেন হাসপাতাল থেকে। তবে ঈদের ৩ দিনে হাসপাতালে রোগীর পরিমান বৃদ্ধি পেয়েছে। মুগদা জেনারেল হাসপাতাল ও কুয়েত মৈত্রি হাসপাতালেও রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানান চিকিৎসকরা।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডা. আয়শা আক্তার বলেন, হঠাৎ করে মৃত্যু বৃদ্ধি পায়নি। এই রোগীরা দীর্ঘদিন ধরে হাসপাতালে ছিলো। তবে এটা সত্যি ঈদের কারণে মানুষ বিভিন্ন দিকে গিয়েছেন। স্বাস্থ্যবিধি মানেনি তাই কোভিড সংক্রমণ বাড়তে পারে।

[৭] আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোশতাক হোসেন বলেন, চারদিনের মৃত্যু বা সুস্থ্যতা দেখে কোনো কিছুই বোঝা যাবে না। এটি দেখতে হলে অন্তত ১৪-২০ দিন সময় লাগবে। মৃত্যু কম দেখে যারা স্বস্তি প্রকাশ করেছে তারা ভূল করেছিলো। তার প্রমাণ আজ পেলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়