শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২০, ০৭:০৮ সকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২০, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরিস্থিতিতে সব মানুষকে একে অন্যের পাশে দাঁড়াতে হবে : তথ্যমন্ত্রী

রাজু চৌধুরী : [২] তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বর্তমান করোনা পরিস্থিতিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কোন না কোনভাবে দুর্দশায় পতিত হয়েছে। দুর্দশা লাঘবে অর্থনৈতিক কর্মকান্ড গতিশীল রাখার জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। এ অবস্থায় সব শ্রেণি-পেশার মানুষকে একে অন্যের পাশে দাঁড়াতে হবে। কষ্ট ভাগা-ভাগী করে নিতে হবে।

[৩] সোমবার (০৩ আগস্ট) তথ্য মন্ত্রী সার্কিট হাউজে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) নেতৃবৃন্দের সাথে মত বিনিময়কালে এ আহ্বান জানান। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিইউজে সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম তাদের বিভিন্ন দাবী-দাওয়া তথ্যমন্ত্রীর নিকট তুলে ধরেন। সিইউজে নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন। এই সময়

[৪] সিইউজের বিভিন্ন ইউনিট প্রধান ও অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। কষ্ট ভাগা-ভাগী করে নেওয়ার আহবান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে যারা বেতন পাননা, চাকরিচ্যুত ও দীর্ঘদিন বেকার এ ৩ ক্যাটাগরিতে সাংবাদিকদের এককালীন অনুদান দিয়েছে। সারা দেশে প্রায় ১ হাজার ৫ শত সাংবাদিককে এর আওতায় এককালীন দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। অনুদান প্রদানের এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এছাড়া কোভিড-১৯ এ যেসব সাংবাদিক মারা গেছে তাদের পরিবারকে এককালীন ৩ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এসব অনুদান অব্যাহত থাকবে। সিইউজে নেতৃবৃন্দের বিভিন্ন দাবি-দাওয়া বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রয়োজনে সব পক্ষের সাথে আলোচনা করা হবে। কোভিড-১৯ মোকাবেলায় সাংবাদিকদের সম্মুখ সারির যোদ্ধা অভিহিত করে তথ্যমন্ত্রী বলেন, ঝুঁকি নিয়ে সাংবাদিকরা কাজ করেছে এবং করছে। তাদের এ ত্যাগের কারনে কোন মিডিয়া বন্ধ হয়নি। বিভিন্ন মিডিয়ায় প্রতিনিয়ত সংবাদ পরিবেশিত হয়েছে এবং হচ্ছে। কোভিডে আক্রান্ত ও মৃত্যু বরণকারী সাংবাদিকদের প্রতি মন্ত্রী এ সময় সহানুভূতি জ্ঞাপন করেন।

[৫] মন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় বাংলাদেশের পরিস্থিতি অনেক দেশের চেয়ে ভাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারনে জটিল এ পরিস্থিতি সুন্দরভাবে সামাল দেওয়া সম্ভব হচ্ছে। তিনি বলেন, কোভিড চিকিৎসায় প্রথমদিকে চট্টগ্রামে কিছুটা সংকট থাকলেও এখন কোন সংকট নেই। আইসিইউ বেড ও কোভিড জেনারেল বেড বর্তমানে পর্যাপ্ত সংখ্যক খালী রয়েছে। তারপরেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তথ্যমন্ত্রী বলেন, অনেকে কেবল টিভিতে সমালোচনা করে কিন্তু একমুঠো চাল নিয়ে গরীব মানুষের পাশে দাঁড়ায়না। খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য এ সময় তিনি সকল দলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সিউজে নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন। পরে মন্ত্রী চট্টগ্রামের করোনা পরিস্থিতি নিয়ে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। সিটি মেয়র আজম নাছির উদ্দীন, বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, অতিরিক্ত ডিআইজি, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন, বিএমএ সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়