শাহীন খন্দকার :[২] ঈদ-উল আজহা উপলক্ষে কুরবানির পশু বিক্রির অনলাইন মার্কেটগুলোও ছিল জমজমাট। শুক্রবার পর্যন্ত দেশব্যাপী ২৭ হাজার পশু বিক্রি হয়েছে অনলাইনে। শুক্রবার এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানান, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) জেনারেল সেক্রেটারি আব্দুল ওয়াহেদ তমাল।
[৩] তিনি জানান, এর মধ্যে ই-ক্যাব সদস্যরা বিক্রি করেছে ৬ হাজার ৮০০ গরু, বিডিএফএ সদস্যরা বিক্রি করতে পেরেছেন ৯ হাজার ৫০০ গরু। আর সরকার পরিচালিত ডিজিটাল পশুর হাটের মাধ্যমে বিক্রি হয়েছে ৫০০টি গরু। জেলা পর্যায়ে অনলাইনে বিক্রি হয়েছে ৫ হাজার পশু।
[৪] উত্তরের মেয়র মোঃ আতিকুল ইসলাম নগরবাসীকে যেখানে সেখানে গরু জবাই না করে এবং গরুর বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনকে সহযোগিতার অনুরোধ জানান। পুরো বর্জ্য ব্যবস্থাপনায় ঈদের ছুটির মধ্যে ১১ হাজার কর্মী তৎপর থাকবে।
[৭] বক্তারা আরো জানান, ঈদের দিন থেকে তিনদিন মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন স্লøটারিং হাউজে চলবে গরু জবাই, মাংস কাটা, ভুড়ি পরিষ্কারের কাজ। এছাড়া ই-কমার্স এ্যাসোসিয়েশন ও উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যারা কোরবানি দেননি তাদের মাংস দেয়া হবে। সম্পাদনা : রাশিদ ু