শিরোনাম
◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের পথে বাংলাদেশ ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২০, ০২:৫৬ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২০, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলের মহাসড়কগুলোতে ঈদে ঘরমুখো মানুষের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা

অলক কুমার : [২] শুধু যানজট নিরসনের জন্যই ৬০০ শতাধিক পুলিশ মাঠে দায়িত্ব পালন করবেন। এছাড়া মলম পার্টি, ছিনতাই পার্টি, গরু ব্যবসায়ীদের নিরাপত্তা দেয়ার জন্য আলাদা কয়েকটি টিম ২৪ ঘণ্টা কাজ করবে। যাতে করে জেলার সকল মহাসড়ক দিয়ে রাজধানীসহ বিভিন্ন জেলার ঘরমুখো মানুষ নির্বিঘ্নে তাদের গন্তব্যে ফিরতে পারেন।

[৩] ঈদ সামনে রেখে বিগত বছর গুলোতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়ে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছে। যাত্রীদের ঘন্টার পর ঘন্টা মহাসড়কে থাকতে হয়েছে। এবার মহাসড়কে যানজট নিরসনে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু হয়ে মির্জাপুরের ধেরুয়া পর্যন্ত ৬১২ জন পুলিশ সদস্য মাঠে আছে।

[৪] পুুলিশ সুপার কার্যলয় সুত্রে জানায়, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুরের ধেরুয়া থেকে বঙ্গবন্ধু সেতুর গোলচত্ত্বর পর্যন্ত এলাকাকে পাঁচটি সেক্টরে ভাগ করা হয়েছে। এর মধ্যে মির্জাপুরের ধেরুয়া ওভার ব্রীজ থেকে নাটিয়াপাড়া পর্যন্ত এক নং সেক্টর, নাটিয়াপাড়া থেকে ঘারিন্দা ওভারব্রীজ পর্যন্ত দুই নং সেক্টর, ঘারিন্দা ওভারব্রীজ থেকে এলেঙ্গা ব্রীজ পর্যন্ত তিন নং সেক্টর, এলেঙ্গা ব্রীজ থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত চার নং সেক্টর এবং ময়মনসিংহ লিংক রোড থেকে মধুপুরের অরণখোলা পর্যন্ত পাঁচ নং সেক্টরে ভাগ করা হয়েছে।

[৫] চার নং সেক্টরকে আবার তিনটি সাব সেক্টরে ভাগ করা হয়েছে। এলেঙ্গা ব্রীজ থেকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সাত নং ব্রীজ পর্যন্ত এক নং সাব সেক্টর সাত নং ব্রীজ থেকে ১৫ নং ব্রীজ পর্যন্ত দুই নং সাব সেক্টর এবং ১৫ নং ব্রীজ থেকে বঙ্গবন্ধু সেতুর গোলচত্ত্বর পর্যন্ত তিন নং সাব সেক্টরে ভাগ করা হয়েছে।

[৬] টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম জানান, মহাসড়কের টাঙ্গাইলের অংশে যানজট নিরসনে ৬১২ পুলিশ সদস্য তৎপর রয়েছে। যত্রতত্র গাড়ি পাকিং করে যাতে যানজটের সৃষ্টি না করে সে লক্ষ্যে পরিবহণের নেতাদের সাথে কথা হয়েছে। অপরদিকে ঈদ উপলক্ষে মলম পার্টি, ছিনতাই পার্টি, গরু ব্যবসায়ীদের নিরাপত্তা ও যানবাহন থেকে যাতে চাঁদাবাজি করতে না পারে সেজন্য বিশেষ টিম কাজ করবে।

[৭] তিনি আরো বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিটি পুলিশ সদস্যকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ করোনা প্রতিরোধক সামগ্রী প্রদান করা হয়েছে। সম্পাদনা; জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়