শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০, ১২:১৩ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২০, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীর বালিয়াকান্দি ইউএনও অফিসের সুপার আসলামকে শাস্তিমূলক বদলী

মো.ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি : [২] করোনা ভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকি থাকা সত্ত্বেও সরকারী নির্দেশনা অমান্য করে ব্যাপক জনসমাগমের মাধ্যমে ছেলের বৌভাত অনুষ্ঠান করা বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সুপার (ও.এস) এস.এম আসলামকে শাস্তিমূলক বদলি করা হয়েছে।

[২] রোববার রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন এর স্বাক্ষরিত এক অফিস আদেশ’-এ (স্মারক নং-০৫.৩০.৮২০০.০২৬.০৭.০০৭.১৮-২৮৬) তাকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বদলী করা হয়েছে। আগামী ৩০শে জুলাইয়ের মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

[৩] উল্লেখ্য, গত ১১ই জুলাই ও.এস আসলাম ব্যাপক লোকসমাগমের মাধ্যমে বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের নিজ বাড়ীতে ছেলে আয়াতুল্লাহ্র বিয়ের বৌ-ভাত অনুষ্ঠানের আয়োজন করেন। ওই দিনই বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম তাকে ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। নোটিশে সিনিয়র ও দায়িত্বশীল একজন কর্মচারী হয়েও বর্তমান করোনা সংকটকালে স্বাস্থ্য বিধি না মেনে এত বিশাল সংখ্যক অতিথি নিয়ে অনুষ্ঠান আয়োজন করে সরকারী নির্দেশনা অমান্য করায় কেন আপনার বিরুদ্ধে সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হবে না তার ব্যাখ্যা চাওয়া হয়।

[৪] অফিস সুপার এস.এম আসলামকে শাস্তিমূলক বদলীর বিষয়টি নিশ্চিত করে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম জানান, আমরা যারা সরকারী কর্মকর্তা-কর্মচারী তাদেরকে সরকারী নিয়ম-কানুন মেনে চাকরী করতে হয়। তিনি (আসলাম) এই রুলস ভঙ্গ করায় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন। তার বিরুদ্ধে কোন বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা জানতে চাইলে ইউএনও আরো বলেন, হতে পারে। তবে এ ব্যাপারে আমি এখনো জেলা প্রশাসন থেকে কোন পত্র পাইনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়