শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০, ১২:১৩ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২০, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীর বালিয়াকান্দি ইউএনও অফিসের সুপার আসলামকে শাস্তিমূলক বদলী

মো.ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি : [২] করোনা ভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকি থাকা সত্ত্বেও সরকারী নির্দেশনা অমান্য করে ব্যাপক জনসমাগমের মাধ্যমে ছেলের বৌভাত অনুষ্ঠান করা বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সুপার (ও.এস) এস.এম আসলামকে শাস্তিমূলক বদলি করা হয়েছে।

[২] রোববার রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন এর স্বাক্ষরিত এক অফিস আদেশ’-এ (স্মারক নং-০৫.৩০.৮২০০.০২৬.০৭.০০৭.১৮-২৮৬) তাকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বদলী করা হয়েছে। আগামী ৩০শে জুলাইয়ের মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

[৩] উল্লেখ্য, গত ১১ই জুলাই ও.এস আসলাম ব্যাপক লোকসমাগমের মাধ্যমে বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের নিজ বাড়ীতে ছেলে আয়াতুল্লাহ্র বিয়ের বৌ-ভাত অনুষ্ঠানের আয়োজন করেন। ওই দিনই বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম তাকে ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। নোটিশে সিনিয়র ও দায়িত্বশীল একজন কর্মচারী হয়েও বর্তমান করোনা সংকটকালে স্বাস্থ্য বিধি না মেনে এত বিশাল সংখ্যক অতিথি নিয়ে অনুষ্ঠান আয়োজন করে সরকারী নির্দেশনা অমান্য করায় কেন আপনার বিরুদ্ধে সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হবে না তার ব্যাখ্যা চাওয়া হয়।

[৪] অফিস সুপার এস.এম আসলামকে শাস্তিমূলক বদলীর বিষয়টি নিশ্চিত করে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম জানান, আমরা যারা সরকারী কর্মকর্তা-কর্মচারী তাদেরকে সরকারী নিয়ম-কানুন মেনে চাকরী করতে হয়। তিনি (আসলাম) এই রুলস ভঙ্গ করায় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন। তার বিরুদ্ধে কোন বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা জানতে চাইলে ইউএনও আরো বলেন, হতে পারে। তবে এ ব্যাপারে আমি এখনো জেলা প্রশাসন থেকে কোন পত্র পাইনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়