শিরোনাম
◈ নির্বাচনী প্রচারণায় আজ পঞ্চগড়ে যাচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ◈ এক বছ‌রে রেকর্ড আয়ের শীর্ষে রিয়াল মা‌দ্রিদ ও বা‌র্সেলোনা  ◈ সিলেট থেকে নারায়ণগঞ্জ: ১৬ ঘণ্টায় সাত জেলায় টানা জনসমাবেশ শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান ◈ বকেয়া ২৬ কোটি ডলার পরিশোধ না করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্যপদ ত্যাগ করলো যুক্তরাষ্ট্র ◈ কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ ◈ বিনিয়োগ স্থবিরতা ও রাজস্ব ঘাটতি: নতুন সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ ◈ বাংলাদেশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ কমাল ভারত, শীতে লোডশেডিং ও গরমে বড় সংকটের আশঙ্কা ◈ পাসপোর্ট কেড়ে নিয়ে জোরপূর্বক চুক্তি, মিয়ানমার থেকে ফেরা বাংলাদেশিদের লোমহর্ষক বর্ণনা ◈ এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান (ভিডিও) ◈ শুক্রবার বি‌পিএ‌লের ফাইনা‌লে চট্টগ্রাম রয়‌্যালস ও রাজশাহী ওয়া‌রিয়র্স মু‌খোমু‌খি

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২০, ১০:৪৯ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২০, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে বিএনপির ত্রাণ কমিটি গঠন

শাহানুজ্জামান টিটু : [২] আগামী দুই একদিনের মধ্যেই ত্রাণ কমিটির কার্যক্রম শুরু হবে। বন্যা প্লাবিত এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনের কাজ চলছে বলে বলে জানিয়েছেন ত্রাণ কমিটির প্রধান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

[৩] এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ঢাকার দুটি আসনের উপ নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেয়ার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। এ নিয়ে বৈঠকে কোনো আলোচনাও হয়নি। জামায়াত নিয়ে পত্রপত্রিকায় প্রকাশিত খবরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রত্যেকটি দলের নিজস্ব কিছু পলিসি আছে। সেভাবেই দলগুলো পরিচালিত হয়।

[৪] শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে অঙ্গ সংগঠনসমূহের সকল পর্যায়ের সকল নেতা ও কর্মীকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

[৫] স্থায়ী কমিটির বৈঠকে সভায় দেশে বন্যা পরিস্থিতির ক্রমাবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সাধারণ মানুষ চরম দুর্ভোগে কালাতিপাত করছে। সরকার একেবারেই উদাসীন। এখন পর্যন্ত কোনও উদ্ধার বা ত্রাণ কার্যক্রম শুরু করেছে বলে জানা নেই। করোনা ভাইরাসের সঙ্গে এই বন্যা জনজীবনে ভয়াবহ দুর্য়োগ সৃষ্টি করেছে।

[৬] ঈদুল আযহার নামাজের পরে বেলা ১১টায় বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয় রোববার বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন । সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়