ইসমাঈল আযহার: [২] পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (২৫ জুলাই) রাতে ইনায়াত আলী খান হার্ট অ্যাটাক করে মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি কয়েক দিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। ডেইলি জাং, ডেইলি সিয়াসাত
[৩] অধ্যাপক ইনয়াত আলী খান ১৯৩৫ সালে ভারতে রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন এবং ১৯৪৮ সালের নভেম্বরে তিনি পাকিস্তানের হায়দরাবাদে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
[৪] প্রখ্যাত এই কবি ১৯২ সালে সিন্ধু বিশ্ববিদ্যালয় থেকে এমএ পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করেন। তার বিখ্যাত রচনার মধ্যে ইনায়াত, ইনায়েত, আনায়াত অন্তর্ভুক্ত রয়েছে। শুধু বড়দের জন্য নয়, তিনি শিশুদের জন্যও লিখেছেন গল্প ও কবিতা।