শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০, ০৫:০৮ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২০, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাহারা খালাম্মাকে দেখেছি মায়ের পাশে থেকে অক্লান্ত ও নিঃস্বার্থভাবে কাজ করতে: সোহেল তাজ

সমীরণ রায় : [২] সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ আরও বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করার পর আমার মা সৈয়দা জোহরা তাজউদ্দীন যখন আওয়ামী লীগের হাল ধরলেন এবং বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়িয়েছেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য। তখন ‘বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক স্বরাষ্ট্র এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মরহুম সাহারা খাতুনকে দেখেছি, আমার মায়ের পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করে যেতে।

[৩] তিনি বলেন, আমি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করি, তিনি আমাকে তখন সবসময় মায়ের মমতা আর স্নেহ দিয়ে আগলে রেখেছিলেন। আমি সাহারা খালাম্মাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। মহান আল্লাহ যেন ওনাকে বেহেস্ত নসিব করেন।

[৪] গত শুক্রবার রাতে তার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। সেখানে সাহারা খাতুনের সঙ্গে তার ব্যক্তিগত একটি ছবিও পোস্ট করেছেন।

[৫] গত ৯ জুলাই রাতে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। ১১ জুলাই রাজধানীর তেজকুনি পাড়া ও বনানীতে দুই দফা জানাজা শেষে মায়ের কবরেই দাফন সম্পন্ন করা হয় সাহারা খাতুনকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়