শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ০১:১৫ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শঙ্কর মৈত্র: ওয়াসার এমডি তাকসিম খান ১১ বছর ধরে একই পদে আছেন কীভাবে? কী যাদু আর কী মধু আছে ওয়াসায়?

শঙ্কর মৈত্র : ওয়াসার এমডি তাকসিম খান ১১ বছর ধরে একই পদে আছেন কীভাবে? কী যাদু আর কী মধু আছে ওয়াসায়? ১১ বছরে তাকসিম খানের সফলতা কী? সামান্য বৃষ্টিতে রাজধানী ডুবে যায়, পাড়া মহল্লায় জলাবদ্ধতা, ওয়াসার সরবরাহকৃত পানি নোংরা, গ্যাস পুড়িয়ে পানি ফুটিয়ে ফিল্টার করে খেতে হয়। অথচ পানির বিল প্রতিবছরই বাড়ানো হচ্ছে। এ গুলোই কী ওয়াসার সফলতা?

২০০৯ সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এসে ওয়াসার এমডি হিসেবে তাসকিম খানকে নিয়োগ দেওয়া হয়। তার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুজন মন্ত্রী চলে গেলেন। সৈয়দ আশরাফুল ইসলাম মারা গেলেন, খন্দকার মোশাররফ হোসেন পুরো মেয়াদ মন্ত্রিত্ব করে চলে গেলেন, বর্তমান মন্ত্রী তাজুল ইসলামেরও দুবছর চলে যাচ্ছে। কিন্তু এমডি হিসেবে তাসকিম খান বহাল তবিয়তেই আছেন। এ এক অদ্ভুত ঘটনা। দুর্নীতি অনিয়ম কতো অভিযোগ তার বিরুদ্ধে। কিন্তু কিছুই হয় না তার।

এক পরিসংখ্যানে জানা গেছে গত ১০ বছরে ঢাকা শহরে শুধু জলাবদ্ধতা নিরসনের পেছনেই ওয়াসা খরচ করেছে হাজার কোটি টাকা। কিন্তু এই টাকার কাজ কোথায় হলো? কোথায় খরচ হলো একজন টেক্সপেয়ার হিসেবে এটা জানার অধিকার কি আমার নেই? একজন নাগরিক হিসেবে আমি জানতে চাই, কোন ক্ষমতা কিংবা আইনবলে ১১ বছর ধরে এমডি হিসেবে একজন লোক ওয়াসাতে আছেন? গত ১১ বছরের এই এমডির খতিয়ান কী? এর জবাব কোথায় পাবো? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়