শিরোনাম
◈ গুলিস্তানে একাধিক ককটেল বিস্ফোরণ ◈ বাংলাদেশ ব্যাংকের ‘নিখোঁজ’ কর্মকর্তাকে মাদারীপুর থেকে উদ্ধার ◈ তৈরি পোশাক রপ্তানিতে টানা পতন: তিন মাসে ক্ষতি শত কোটি ডলার ◈ দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক ◈ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন ◈ তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন, জাতীয় গ্রিডে বাড়ল ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ দিল্লিতে গাড়ি বিস্ফোরণে হতাহত, ভারতের পাশে থাকার বার্তা বাংলাদেশের ◈ প্রবাসীদের বড় সুখবর দিল ওমান সরকার ◈ জেদ্দায় স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি হজ চুক্তি: ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ ◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ০১:১৫ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শঙ্কর মৈত্র: ওয়াসার এমডি তাকসিম খান ১১ বছর ধরে একই পদে আছেন কীভাবে? কী যাদু আর কী মধু আছে ওয়াসায়?

শঙ্কর মৈত্র : ওয়াসার এমডি তাকসিম খান ১১ বছর ধরে একই পদে আছেন কীভাবে? কী যাদু আর কী মধু আছে ওয়াসায়? ১১ বছরে তাকসিম খানের সফলতা কী? সামান্য বৃষ্টিতে রাজধানী ডুবে যায়, পাড়া মহল্লায় জলাবদ্ধতা, ওয়াসার সরবরাহকৃত পানি নোংরা, গ্যাস পুড়িয়ে পানি ফুটিয়ে ফিল্টার করে খেতে হয়। অথচ পানির বিল প্রতিবছরই বাড়ানো হচ্ছে। এ গুলোই কী ওয়াসার সফলতা?

২০০৯ সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এসে ওয়াসার এমডি হিসেবে তাসকিম খানকে নিয়োগ দেওয়া হয়। তার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুজন মন্ত্রী চলে গেলেন। সৈয়দ আশরাফুল ইসলাম মারা গেলেন, খন্দকার মোশাররফ হোসেন পুরো মেয়াদ মন্ত্রিত্ব করে চলে গেলেন, বর্তমান মন্ত্রী তাজুল ইসলামেরও দুবছর চলে যাচ্ছে। কিন্তু এমডি হিসেবে তাসকিম খান বহাল তবিয়তেই আছেন। এ এক অদ্ভুত ঘটনা। দুর্নীতি অনিয়ম কতো অভিযোগ তার বিরুদ্ধে। কিন্তু কিছুই হয় না তার।

এক পরিসংখ্যানে জানা গেছে গত ১০ বছরে ঢাকা শহরে শুধু জলাবদ্ধতা নিরসনের পেছনেই ওয়াসা খরচ করেছে হাজার কোটি টাকা। কিন্তু এই টাকার কাজ কোথায় হলো? কোথায় খরচ হলো একজন টেক্সপেয়ার হিসেবে এটা জানার অধিকার কি আমার নেই? একজন নাগরিক হিসেবে আমি জানতে চাই, কোন ক্ষমতা কিংবা আইনবলে ১১ বছর ধরে এমডি হিসেবে একজন লোক ওয়াসাতে আছেন? গত ১১ বছরের এই এমডির খতিয়ান কী? এর জবাব কোথায় পাবো? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়