শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ১২:৫৩ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ পরিস্থিতিতে নারী-শিশুর সুরক্ষায় আসছে নতুন প্রকল্প ও কর্মসূচি: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

তাপসী রাবেয়া: [২] ফজিলাতুন নেসা ইন্দিরা আরো বলেন, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ সংক্রমণের ফলে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছে। ঘরবন্দি নারী ও শিশুরা স্বাস্থ্য ঝুঁকি, মানসিক চাপ ও বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে।

[৩] প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত নারী কর্মীরা কর্মহীন হয়ে পড়ছেন, অনেকের আয় কমে গেছে। যার সরাসরি প্রভাব পড়ছে তাদের অর্থনৈতিক, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার ওপর। যেকোনও দুর্যোগের সময় নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হয় বলেও মনে করেন মন্ত্রী।

[৪] এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক লাখ কোটি টাকার বেশি প্রণোদনা প্যাকেজ থেকে নারীরা উপকৃত হচ্ছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এক কোটি পরিবারকে সরকার খাদ্য সহায়তা ও শিশু খাদ্য বিতরণ করছে।

[৫] এসময় পারিবারিক সহিংসতা ও বাল্য বিয়ে বেড়েছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, এ বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য বা পরিসংখ্যান নেই। সারা বিশ্বে নারী ও শিশুরা সহিংসতার স্বীকার হচ্ছে, বাংলাদেশও এর বাইরে নয়। তবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাল্য বিয়ে প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি যেকোনও ধরনের সহিংসতা বন্ধে কাজ করে যাচ্ছে।

[৬] বৃহস্পতিবার কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় করণীয় এবং ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ সংক্রান্ত সভায় অংশ এসব বলেন মন্ত্রী। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়