শিরোনাম
◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা 

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ১২:৫৩ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ পরিস্থিতিতে নারী-শিশুর সুরক্ষায় আসছে নতুন প্রকল্প ও কর্মসূচি: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

তাপসী রাবেয়া: [২] ফজিলাতুন নেসা ইন্দিরা আরো বলেন, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ সংক্রমণের ফলে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছে। ঘরবন্দি নারী ও শিশুরা স্বাস্থ্য ঝুঁকি, মানসিক চাপ ও বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে।

[৩] প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত নারী কর্মীরা কর্মহীন হয়ে পড়ছেন, অনেকের আয় কমে গেছে। যার সরাসরি প্রভাব পড়ছে তাদের অর্থনৈতিক, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার ওপর। যেকোনও দুর্যোগের সময় নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হয় বলেও মনে করেন মন্ত্রী।

[৪] এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক লাখ কোটি টাকার বেশি প্রণোদনা প্যাকেজ থেকে নারীরা উপকৃত হচ্ছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এক কোটি পরিবারকে সরকার খাদ্য সহায়তা ও শিশু খাদ্য বিতরণ করছে।

[৫] এসময় পারিবারিক সহিংসতা ও বাল্য বিয়ে বেড়েছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, এ বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য বা পরিসংখ্যান নেই। সারা বিশ্বে নারী ও শিশুরা সহিংসতার স্বীকার হচ্ছে, বাংলাদেশও এর বাইরে নয়। তবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাল্য বিয়ে প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি যেকোনও ধরনের সহিংসতা বন্ধে কাজ করে যাচ্ছে।

[৬] বৃহস্পতিবার কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় করণীয় এবং ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ সংক্রান্ত সভায় অংশ এসব বলেন মন্ত্রী। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়