শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ০৭:৩৩ সকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা আক্রান্ত স্বামীকে জুতোপেটা, অন্তঃসত্ত্বা স্ত্রীকে হেনস্থা

ডেস্ক রিপোর্ট: ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে ছেলের সামনে জুতোপেটার অভিযোগ উঠেছে। হেনস্থার হাত থেকে রেহাই পাননি আক্রান্তের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীও, তাকেও হেনস্থা করেছেন প্রতিবেশীরা। ।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, কলকাতারপাটুলি থানার কেন্দুয়ায় একটি বহুতল ভবনে ছেলেকে নিয়ে থাকেন ওই দম্পতি। ওই দম্পতির মধ্যে স্বামী করোনায় আক্রান্ত। তিনি হোম আইসোলেশনে রয়েছেন। তিনি শারীরিকভাবে সুস্থও রয়েছেন। যদিও ওই ফ্ল্যাটে তার থাকা নিয়ে বেশ কয়েক দিন ধরেই প্রতিবেশীরা আপত্তি জানাচ্ছিলেন। এ নিয়ে কয়েকবার ঝগড়াও হয়।

গত মঙ্গলবার সকালে ওই ব্যক্তির স্ত্রী ছাদে গেলে, তার উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন ভবনের কয়েক জন। তিনি এবং তার স্বামী এই ঘটনার প্রতিবাদ করলে, তাদের হেনস্থা করা হয়। ছেলের সামনেই ওই লোককে জুতোপেটা করা হয় বলে অভিযোগ করেছেন তার স্ত্রী। তার দাবি, তাকেও হেনস্থা করা হয়েছে।

এ বিষয়ে পাটুলি থানায় ই-মেইল করে অভিযোগ জানিয়েছেন ওই দম্পতি। পুলিশ আক্রান্তের সঙ্গে কথাও বলেছে। ঠিক কী ঘটনা ঘটেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ওই ভবনের বাসিন্দারা। তাদের দাবি, এমন কোনো ঘটনাই ঘটেনি।

তারা পাল্টা অভিযোগ করেন, ওই ফ্ল্যাটে এক জন করোনা রোগী রয়েছেন, কিন্তু পরিবারের সদস্যেরা সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছেন না। তারা ভবনের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন। লিফট ব্যবহার করছেন। তাতে অন্যদেরও আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। তবে কেউ তাদের নিগ্রহ করেনি বলে দাবি করেন। তারাও থানায় ওই পরিবারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন।যুগান্তর,প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়