মো. আখতারুজ্জামান : [২] নতুন ২০২০-২১ অর্থবছরে কৃষি ও পল্লী খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। যা আগের অর্থবছরের তুলনায় ৮ দশমিক ৯৯ শতাংশ বেশি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
[৩] চলতি অর্থবছরে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো ১১ হাজার ৪৫ কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলো ১৫ হাজার ২৪৭ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণ করবে।
[৪] কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, করোনা মহামাররির আর্থিক সংকট মোকাবিলায় এবং সরকারের কৃষি ও কৃষিবান্ধব নীতির সঙ্গে সংগতি রেখে টেকসই উন্নয়নের নির্ধারিত লক্ষ্যের প্রথম ও প্রধান তিনটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এগুলো হচ্ছে, দারিদ্র বিমোচন, ক্ষুধা মুক্তি এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নের উদ্দেশ্যে পল্লী অঞ্চলে ব্যাপকহারে কৃষি ঋণ প্রবাহ বৃদ্ধি করা হবে।
[৫] নীতিমালা অনুযায়ী কৃষি ঋণের প্রধান তিনটি খাতকে (শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ) অন্যান্য খাতের তুলনায় অগ্রাধিকার দেওয়া হবে। শস্য খাতে মোট লক্ষ্যমাত্রার ন্যূনতম ৬০ ভাগ, মৎস্য খাতে ১০ ভাগ। সেই সেই সঙ্গে প্রাণিসম্পদ খাতে লক্ষ্যমাত্রা ন্যূনতম ১০ ভাগ বিতরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
[৬] সদ্য সমাপ্ত অর্থবছরে কৃষকদের জন্য ২৪ হাজার ১২৪ কোটি টাকা ঋণ বরাদ্দ রেখেছিল ব্যাংকগুলো। অর্থবছর শেষে এ খাতের ঋণ বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে ২২ হাজার ৭৪৯ কোটি টাকা। তা গত অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ৫ দশমিক ৬৯ শতাংশ বা এক হাজার ৩৭৫ কোটি টাকার ঋণ বিতরণ কম।