শিরোনাম
◈ হজ ২০২৬: ফিটনেস সনদ ও ভিসা আবেদনের সময়সীমা ঘোষণা করল ধর্ম মন্ত্রণালয় ◈ বাংলাদেশিসহ অবৈধ প্রবাসীদের জন্য মালয়েশিয়ার কড়া হুঁশিয়ারি ◈ এখনো বাংলাদেশের থেকে পিছিয়ে ভারত ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস: দুই দিনে ৮০ হাজার টাকা কমে রেকর্ড পতন! ◈ বাংলাদেশ বয়কটে অনিশ্চয়তায় ভারতের অলিম্পিক স্বপ্ন ◈ নির্বাচন সামনে রেখে গুপ্তহত্যার আশঙ্কা, শতাধিক পেশাদার কিলার নজরদারিতে ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: ভোটের হার বাড়ানো বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের ◈ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান শহীদ আবু সাঈদের বাবা (ভিডিও) ◈ গণভোট: ‘হ্যাঁ–না’র বাইরে যেসব প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ ◈ শবে বরাতের ফজিলত, করণীয় ও বর্জনীয়

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ১১:১১ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২০, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলমান কোভিড-১৯ পরিস্থিতির কারণে সংসদীয় স্থায়ী কমিটির সভা অনিয়মিত

মনিরুল ইসলাম: [২] কোভিড-১৯ এর সংত্রুমণের কারণে সংসদীয় কমিটির সভা অনিয়মিত হয়ে পড়েছে৷ প্রতিমাসে অন্ততঃ ১টি করে সভা বসার কথা থাকলেও তা হচ্ছে না। কোভিড-১৯ এর কারণেই এমন হচ্ছে। প্রতিমাসে অন্ততঃ ১টি করে সভা বসার কথা সংসদীয় কার্যপ্রণালী বিধিতে উল্লেখ রয়েছে।

[৩] তবে কার্যপ্রণালীবিধিতে প্রতিমাসে ১টি করে সভা না বসলে কোন সাংবিধানিক সমস্যা হবে কি না তা বলা নেই। কি হবে তারও উল্লেখ নেই। এভাবেই জানালেন সংসদ সচিবালয়ের আইন প্রনয়ণ শাখার উপসচিব মো নাজমুল হক।

[৪] তিনি বলেন, কোভিড-১৯ এর পরিস্থিতিতে অনাকাঙ্কিত ঘটনা এড়াতে এতোদিন সভা না হলেও সব ধরণের স্বাস্থ্য সুরক্ষা মেনে সর্তকতা সাথে ২/১টি নৌ-পরিবহন ও পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে অন্যান্য সংসদীয় কমিটির সভাও অনুষ্ঠিত হবে।

[৫] এদিকে, গত ১৬ জুলাই নৌপরিবহন ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সকালে বসে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভা। এটি ছিলো ২১ তম সভা। দীর্ঘদিন পর এই সভাটি অনুষ্ঠিত হলো। এছাড়া ওইদিনই বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৩ তম সভা অনুষ্ঠিত হয়েছে। এরআগে মে মাসে প্রায় টানা ৪৫ দিন পর পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটির সভা বসেছিলো।

[৬] অন্যদিকে, করোনা মহামারির মধ্যে ভিডিও কনফারেন্সসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে ভার্চুয়ালি আদালতের কার্যক্রম চালানোর সর্ম্পকিত বিল পাসের আগে গত ২৪ জুন ও ২৮ জুন আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভা হয়। ওই ২ সভায় বিলের ওপর যে সুপারিশ আনা হয় তা মেনে ৮ জুলাই পাস হয় ভার্চুয়াল আদালত বিলটি। গত ৭ মে মন্ত্রিসভা এ সংক্রান্ত অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়ার পর ভার্চুয়াল আদালতের কাজ শুরু হয়। নিয়ম অনুযায়ী অধ্যাদেশটি সংসদে তোলা হয় গত ১০ জুন। আর এ সংক্রান্ত বিলটি উত্থাপন হয় ২৩ জুন।

[৭] জানা গেছে, চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে ৫০টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মধ্যে মাত্র ৩টি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এই ৩টি হলো, পররাষ্ট্র, নৌপরিবহন এবং আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

[৮] সূত্র জানায়, আগষ্ট মাস থেকে সংসদীয় কমিটির সভা নিয়মিত করার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে সংসদ সচিবালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়