সুজন কৈরী : [২] সোমবার ভোরে কুমিল্লার দাউদকান্দি ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ নাসির (৩৭) ও গিয়াস উদ্দিন (৪০) নামের ওই দুজনকে আটক করে র্যাব-১০। তাদের কাছ থেকে ১১ হাজার ১২৫ পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক, ৩টি মোবাইল ও নগদ ৯ হাজার ২০০ টাকা জব্দ করা হয়েছে।
[৩] র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান বলেন, কক্সবাজার থেকে ট্রাকে করে মাদক ঢাকায় আনার তথ্যে অভিযানটি চালানো হয়। আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদক সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকায় সরবরাহ করছিলো। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা হয়েছে।