শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ০৬:৫৭ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০২০, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[ ১] আগামী ৭দিনের মধ্যে বয়কট প্রত্যাহার নইলে কর্মবিরতি

মনিরুল ইসলামঃ [২[ আগামী ৭ দিনের মধ্যে বয়কট বিষয়ে সন্মানজনক সমাধান নইলে শিল্পী সমিতির সকল সদস্যরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবে। এমনই ঘোষণা দেয়া হলো শিল্পী সমিতির আয়োজিত এক সংবাদ সম্মেলনে।

[৩] রবিবার ১৯ জুলাই মিশা সওদাগর ও জায়েদ খানের বয়কট ঘোষণার প্রতিবাদে এফডিসির জহির রায়হান কালার ল্যাব প্রজেকশন হলে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন ইলিয়াছ কাঞ্চন, ডিপজল, রুবেল, অন্জনা, মিশা,সওদাগর প্রমুখ।

[৪] সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, প্রযােজক পরিচালক আমাদের কর্ম নির্ধারক। তাদের সাথে আমাদের কোন ভুল বুঝাবুঝি থাকতে পারে না। আমরা মনে করি কোন এক তৃতীয় পক্ষ আমাদের মাঝে এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনের সাথে সুক্ষভাবে সম্পর্ক নষ্ট করার অপচেষ্টা
চালিয়ে যাচ্ছে।

[৫] লিখিত বক্তব্যে আরও বলা হয়, , মরহুম নায়করাজ রাজ্জাককে সভাপতি ও আহমেদ শরীফকে সাধারণ সম্পাদক করে চলচ্চিত্র শিল্পী সমিতি প্রতিষ্ঠিত হয়েছে।বর্তমান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ২০১৯ সালের ৩ এপ্রিলের জাতীয় চলচ্চিত্র দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানের ৬ লাখ টাকার হিসাব প্রদান করেন নাই বলে অভিযোগ করা হয়েছে। অথচ জায়েদ খান ইভেন ম্যানেজমেন্ট কোম্পানীকে যথা সময়ে হিসাব প্রদান করেছেন। এখানেও ইচ্ছাকৃত ভাবে জায়েদ খানকে হিসেব নিয়ে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করা হয়েছে।

[৬] এতে আরও বলা হয়, কনভেন্স বিষয়ে শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের গত ৩০ নভেম্বরের সভার সিদ্ধান্ত সাধারণ সম্পাদক হিসাবে সকল শিল্পীদের এসএমএস এর মাধ্যমে অবহিত করেছেন। এই বিষয়টি নিয়েও পানি ঘােলা করার চেষ্টা করা হয়েছে।

[৭] সংবাদ সম্মেলনে মিশা সওদাগর বলেন, আসুন আমরা সবাই মিলে এদেশের চলচ্চিত্র শিল্পকে বাঁচাই।

[৮] ইলিয়াস কাঞ্চন বলেন, বিভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে। গত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ইলিয়াস কাঞ্চন। তিনি শিল্পী সমিতিকে সহযোগিতার জন্য ১ লাখ টাকা দিবেন বলে ঘোষণা দেন।

[৯] ডিপজল বলেন, শিল্পীদের ওপর আঘাত এলে বসে থাকব না। করোনা পরিস্থিতি ভালো হলে আমি ৮টি ছবি বানাবো। আমাদেরকে বাধা দিবে কে। আমরা কারো দিকে চেয়ে থাকব না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়