শিরোনাম

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২০, ১০:০২ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২০, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলী রীয়াজ: এবং গবেষক ড. এমাজউদ্দীন আহমদ

আলী রীয়াজ: বাংলাদেশে সামরিক শাসন বিষয়ে আমার গবেষণার সূত্রপাত হয়েছিল ১৯৮৮ সালে। সেই বছরই অধ্যাপক আহমদের ‘মিলিটারি রুল অ্যান্ড দ্য মিথ অব ডেমোক্র্যাসি’ বইটি প্রকাশিত হয়। আমার গবেষণায় তার এই বইটির বক্তব্য বিভিন্নভাবে আলোচিত হয়েছে। সেনা শাসনের কারণ হিসেবে যে গবেষণার ধারাটি সেনাবাহিনীর কর্পোরেট স্বার্থকে গুরুত্ব দেন, আমি এমাজউদ্দীন আহমদকে সেই ধারার শক্তিশালী প্রতিনিধি হিসেবেই বিবেচনা করেছি। কিন্তু তিনি এই ধারার মধ্যে ব্যতিক্রম। কেননা তিনি রাজনীতির ‘সিস্টেমিক’ দুর্বলতাকেও সেনা শাসনের একটি কারণ বলে চিহ্নিত করেন। আমার গবেষণায় কাঠামোগত- ঐতিহাসিক (বা স্ট্রাকচারাল- হিস্টরিকাল) দৃষ্টিভঙ্গি অনুসৃত হলেও তার ব্যাখ্যাকে বিবেচনায় নিয়েই এগোতে হয়েছে, তার কাজের সঙ্গে ক্রিটিক্যালি এনগ্যাজেড হয়েই ভিন্ন যুক্তি দাঁড় করাতে হয়েছে। গবেষক হিসেবে এমাজউদ্দীন আহমদের অবদান সেইখানেই। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়