শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মোকাবিলায় ১০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে জাপান

সাইদ রিপন: [২] নভেল করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ১০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ আর্থিক সহায়তা দিচ্ছে জাপান। সহায়তার এই অর্থ দিয়ে জরুরিভিত্তিতে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রয়োজনীয় সরঞ্জাম কেনা হবে।

[৩] বৃহস্পতিবার ঢাকার জাপানিজ মিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

[৪] প্রেস বিজ্ঞপ্তিতে জাপান জানিয়েছে, আর্থ-সামাজিক উন্নয়ন সংক্রান্ত জাপানের অনুদান বিষয়ে সরকারের সঙ্গে বৃহস্পতিবার প্রয়োজনীয় নথি সই করা হয়। এতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদ‚ত ইতো নাওকি নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন। জাপানের দেওয়া এই দিয়ে করোনা মোকাবেলায় জাপান থেকে ১০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ আর্থিক সহায়তা পাওয়া যাবে। সহায়তার এই অর্থ দিয়ে হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে। জরুরিভিত্তিতে নিবীড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, সিটি স্ক্যানার, এক্সরে মেশিনসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সরঞ্জাম কেনা হবে।

[৫] বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোভিড-১৯ মোকাবিলায় এখন পর্যন্ত জাপান বাংলাদেশকে ১২ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ আর্থিক সহায়তা দিয়েছে। ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে। সবাইকে সঙ্গে নিয়ে জাপান এই দুর্যোগ থেকে বিশ্বকে রক্ষা করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়