শিরোনাম
◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মোকাবিলায় ১০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে জাপান

সাইদ রিপন: [২] নভেল করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ১০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ আর্থিক সহায়তা দিচ্ছে জাপান। সহায়তার এই অর্থ দিয়ে জরুরিভিত্তিতে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রয়োজনীয় সরঞ্জাম কেনা হবে।

[৩] বৃহস্পতিবার ঢাকার জাপানিজ মিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

[৪] প্রেস বিজ্ঞপ্তিতে জাপান জানিয়েছে, আর্থ-সামাজিক উন্নয়ন সংক্রান্ত জাপানের অনুদান বিষয়ে সরকারের সঙ্গে বৃহস্পতিবার প্রয়োজনীয় নথি সই করা হয়। এতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদ‚ত ইতো নাওকি নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন। জাপানের দেওয়া এই দিয়ে করোনা মোকাবেলায় জাপান থেকে ১০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ আর্থিক সহায়তা পাওয়া যাবে। সহায়তার এই অর্থ দিয়ে হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে। জরুরিভিত্তিতে নিবীড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, সিটি স্ক্যানার, এক্সরে মেশিনসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সরঞ্জাম কেনা হবে।

[৫] বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোভিড-১৯ মোকাবিলায় এখন পর্যন্ত জাপান বাংলাদেশকে ১২ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ আর্থিক সহায়তা দিয়েছে। ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে। সবাইকে সঙ্গে নিয়ে জাপান এই দুর্যোগ থেকে বিশ্বকে রক্ষা করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়