কূটনৈতিক প্রতিবেদক : [২] সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি বলছে, শনিবার থেকে সিআরপির সাভার ও মিরপুর শাখায় এ সেবা পাবেন পাওয়া যাবে।
[৩] আক্রান্তদের সেরে ওঠাদের মাংস পেশির জয়েন্ট, মেরুদণ্ডে ব্যথা, দুর্বলতা, প্রতিবন্ধকতাসহ দৈনন্দিন কাজে অক্ষমতা ও মানসিক স্বাস্থ্যের অবনতি হতে পারে।
[৪] আক্রান্ত থেকে সেরে ওঠা একজন মানুষের সমস্যায় ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, সি চ ও ল্যাঙগুয়েজ থেরাপি, ফিজিশিয়ান পরামর্শ, কাউন্সিলিং, প্রথেটিক্স ও অর্থটিক্স এবং নার্সিং সেবা প্রয়োজন। সম্পাদনা : খালিদ আহমেদ