শিরোনাম
◈ মার্কিন প্রেসিডেন্টের মুখ থেকে বর্ণবাদের দুর্গন্ধ, ইলহান ওমরকে আবর্জনা বললেন ‌ডোনাল্ড ট্রাম্প ◈ বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার  ◈ পাকিস্তানি ক্রিকেটাররা এনওসি পাচ্ছে না, বিপাকে পড়তে পা‌রে বিপিএল  ◈ বাফুফে ৪ কোটি টাকার বেশি আয় কর‌লো এশিয়ান কাপ বাছাই’র তিন ম্যাচ থেকে ◈ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ◈ রাজনী‌তি‌তে চল‌ছে সমীকরণ, জোটে যাওয়া নিয়ে এনসিপিতে নানা মত ◈ বিপিএলে নোয়াখালী‌তে খেল‌বেন মোহাম্মদ নবি, সিলেটে সালমান  ◈ বাংলাদেশে পথকুকুর বা বিড়াল হত্যায় কী শাস্তি রয়েছে? ◈ মে‌ক্সি‌কোর বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে শত শত ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার ◈ চি‌কিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে ওষুধে রেসপন্স করছেন

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ১০:৩৪ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা থেকে দুই স্তরের সুরক্ষা দেবে অক্সফোর্ডের টিকা, চূড়ান্ত ঘোষণা আসছে সোমবার

লিহান লিমা: [২] অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ফার্মা প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি টিকার মানবশরীরে প্রাথমিক পর্যায়ের পরীক্ষামূলক ফলাফল আনুষ্ঠানিকভাবে আগামী সোমবার প্রকাশিত হবে। দ্য ল্যানচেট

[৩] ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে গবেষকদলের একজন বলেছেন, তারা আশা করছেন এটি মানুষকে নিরাপদ সুরক্ষা দেবে। প্রাথমিক পরীক্ষায় যে স্বেচ্ছাসেবীদের ওপর টিকা প্রয়োগ করা হয়েছে তাদের রক্তের নমুনা সংগ্রহ করে দেখা গিয়েছে এই টিকা শরীরে অ্যান্টিবডি ও টি-সেল উৎপন্ন করে। এর আগে অক্সফোর্ডের টিকার গবেষক দলের প্রধান ও ইবোলার টিকা আবিস্কারক ডা. সারা গিলবার্ট জানান, ‘একধিক পরীক্ষায় করোনার বিরুদ্ধে এই টিকার সফল প্রতিরোধের প্রমাণ মিলেছে।’ স্কাই নিউজ

[৪] টিকার ফলাফল প্রকাশের ঘোষণা দিয়ে ল্যান্সেট মেডিকেল জার্নাল বলেছে, সোমবারের প্রকাশিতব্য ফলাফলের চূড়ান্ত সংশোধনী ও পূর্ব-প্রস্তুতি চলছে। টিকার কার্যকারীতার বিষয়ে বর্তমানে বৃহৎ পরিসরে তৃতীয় ধাপের পরীক্ষা চলছে। মানবশরীরে পরীক্ষার শেষেই এর সুরক্ষার বিষয়ে চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যাবে।

[৫] এদিকে অক্সফোর্ডের পূর্বেই প্রথম পর্যায়ে অ্যান্টিবডিমূলক পরীক্ষায় টিকার সফলতা দাবী করেছে মার্কিন সংস্থা মর্ডানা। রুশ বিজ্ঞানীরা করোনার টিকার সফল প্রয়োগের ঘোষণা দিয়ে এক মাসের মধ্যে বাজারে আনার ঘোষণা দিয়েছেন। ভারতে দ্বিতীয় পর্যায়ে মানবদেহে টিকার পরীক্ষা শুরু হয়েছে।

[৬] বিশ্বজুড়ে মোট ১৫৫টি টিকা নিয়ে গবেষণা চলছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর মধ্যে ২৩টি টিকার মানবশরীরে পরীক্ষা চলছে। তিনটির চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা চলছে। মার্কিন মহামারী বিশেষজ্ঞ ড. ফাউচি বলেছেন, ‘টিকা তৈরির লক্ষ্য অর্জনে জুলাই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভাবে এগোতে থাকলে যে কোনো একটি টিকা পরীক্ষার তৃতীয় ধাপে চলে যাবে।’ সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়