শিরোনাম
◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারকে রাজস্ব ফাঁকি : শ্রীনগরের বাঘড়ায় গরুর হাটের ইজারায় আ. লীগ ও বিএনপির সিন্ডিকেট

শ্রীনগর প্রতিনিধি : [২] শ্রীনগর উপজেলার বাঘড়া গরুর হাটের ইজারায় আওয়ামী লীগ ও বিএনপির গঠিত সিন্ডিকেটের কারনে সরকারকে রাজস্ব ফাঁকি দেয়ার বিষয়টি নিয়ে এলাকায় গুঞ্জন শুরু হয়েছে। সিন্ডিকেটের সুবিধা নিতে বিএনপি নেতাদের দেয়া হয়েছে সব চেয়ে বড় ভাগ। বাদ পড়েননি বিএনপি থেকে আওয়ামী লীগে আসা নেতাও।

[৩] গত বুধবার বাঘড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সিন্ডিকেটে ভাগাভাগির পর তারা ক্রয়কৃত ২০টি সিডিউলের বিপরীতে বৃহস্পতিবার ৩টি সিডিউল ড্রপ করে। এতে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ৫ লাখ ৮৭ হাজার টাকায় হাটের ডাক পান। গত বছর কোনো সিন্ডিকেট না থাকায় হাটের ডাক উঠেছিলো ১২ লাখ টাকার উপরে। সিন্ডিকেটের কারনে তাই এবছর রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার।

[৪] বৃহস্পতিবার শিডিউল ড্রপের আগে বাঘড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে বুধবার বসে ভাগাভাগির মিটিং। ইউনিয়ন পরিষদের প্যাডে লেখা হয় ভাগের হার। এতে দেখা যায়, ইউনিয়ন বিএনপিকে দেয়া হয়েছে ১৫ ভাগ, বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির ১০ ভাগ, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ১১ ভাগ, বিএনপির স্থানীয় এক নেতার ৬ ভাগ ও এক সময়ের বিএনপির ব্যানারে ইউপি নির্বাচন করা এক প্রার্থী যিনি বর্তমানে আওয়ামী লীগ নেতা তাকে দেয়া হয়েছে ৩ ভাগ। মুন্সীগঞ্জ ১ আসনে ক্ষমতাসীন বিকল্প ধারার ভাগে পরেছে ৩ ভাগ। চেয়ারম্যানের এক ইতালী প্রবাসী আত্মীয়কে দেয়া হয়েছে ১ ভাগ।

[৫] অপরদিকে, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ ও যুবলীগকে দেয়া হয়েছে ৩ ভাগ করে। ভাগাভাগির সময় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

[৬] এই ব্যাপারে বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভাগাভাগির বিষয়টি স্বীকার করে বলেন, ইউনিয়ন পরিষদের প্যাডে কারা লেখেছে তা আমি জানি না।

[৭] বাঘড়া ইউনিয়ন যুবলীগ ও সেচ্ছাসেবক লীগ ও ক্ষমতাসীন বিকল্পধারাকে নাম মাত্র ভাগ দিয়ে বিএনপি ও বিএনপি থেকে আসা নব্য আওয়ামী লীগ করেন তাদের বড় ভাগে সিন্ডিকেটে রাখতে দ্বিধা না করায় বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়