শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ০৯:২৩ সকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজেকে ক্লিন ইমেজের লোক দাবি করলেও অত্যন্ত চুতর ও ধুরন্দর সাহেদ: র‌্যাবের ডিজি

সমীরণ রায় : [২] র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন আরও বলেন, রিজেন্ট গ্রুপের এমডি মাসুদের তথ্যের ভিত্তিতেই মো. সাহেদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার ভোর ৫টা ১০ মিনিটে সাতক্ষীরার দেবহাটা থানার কামালপুর গ্রামে লবঙ্গবতী খালের পাশে ইছামতী নদী থেকে রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। সাতক্ষীরা থেকে গ্রেফতারের পর তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনের তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নৌকায় করে সীমান্ত পার হওয়ার চেষ্টাকালে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তাকে ডিবির তদন্ত অফিসারের কাছে হস্তান্তর করা হয়েছে।

[৩] তিনি বলেন, সাহেদের বিরুদ্ধে কোটি কোটি টাকার আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে প্রতারণা করতেন। তার বিরুদ্ধে ৫০টির ওপরে মামলা রয়েছে, এগুলো আমরা যাচাই বাছাই করছি। তার রাজধানীর একটি বাসা থেকে ১ লাখ ৪৬ হাজার জাল টাকা উদ্ধার করা হয়েছে। বালু উত্তলণের নামেও প্রতারণা করেছেন মো. সাহেদ।

[৪] তিনি আরও বলেন, সাহেদ রিজেন্ট হাসপাতালে করোনা পরীক্ষার নামে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। রিজেন্ট হাসপাতাল ১০, ০০০ করোনা পরীক্ষা করেছে। এরমধ্যে ৬, ০০০ পরীক্ষাই ছিলো ভূয়া। স্বাস্থ্যমন্ত্রণালয়ের চুক্তি অনুযায়ী রোগীদের কাছ থেকে কোনো টাকা নেয়ার কথা ছিলো না। কিন্তু তিনি একদিকে পরীক্ষার নামে প্রথমবার ৪ হাজার টাকা ও দ্বিতীয় বার ১ হাজার টাকা নেয়া হতো। পরে আবার স্বাস্থ্যমন্ত্রণালয়ের কাছে বিল চেয়ে চিঠি দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়