শিরোনাম
◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ০২:৫৯ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেওয়ানগঞ্জ রেল স্টেশনে বন্যার পানি ট্রেন চলবে ইসলামপুর পর্যন্ত

কিশোর সরকার: [২] দেওয়ানগঞ্জ বাজার রেল স্টেশনে বন্যার পানি ওঠার কারণে ঢাকা দেওয়ানগঞ্জ রুটের ট্রেন দেওয়ানগঞ্জ বাজার স্টেশন পর্যন্ত না গিয়ে ইসলামপুর স্টেশন পর্যন্ত চলাচল করবে বলে নির্দেশনা দিয়েছে রেল কর্তৃপক্ষ।

[২] মঙ্গলবার (১৪ জুলাই) এই নির্দেশনার বিষয়ে রেলওয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক( ট্রাফিক) মিয়াজহান বলেছেন দেওয়ানগঞ্জ স্টেশনের একদিকের রেললাইন প্রাই ২ থেকে ৩ ইঞ্চি পানির নিচে চলে গেছে। ফলে স্টেশন থেকে ট্রেন চলাচল করতে সমস্যা হচ্ছে।

[৩] মঙ্গলবার রাত থেকে দেওয়ানগঞ্জ স্টেশনে ট্রেন না এসে ইসলামপুর পর্যন্ত আসবে এবং ইসলামপুর স্টেশন থেকেই আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে ট্রেন'।

[৪] তিনি আরো বলেন, ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত দুটি ট্রেন চলাচল করে । তিস্তা এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস। মঙ্গলবার সকালে তিস্তা এক্সপ্রেস দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে ছেড়েছে, তবে রাতের ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ইসলামপুর স্টেশন থেকে ছেড়ে যাবে। স্টেশনে বন্যার পানি না কমা পর্যন্ত এই নির্দেশনা অব্যাহত থাকবে। বন্যার পানি না কমলে কোরবানির পশুবাহী স্পেশাল ট্রেনও ইসলামপুর থেকে ছাড়া হতেপারে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়