লিহান লিমা: [৩] দক্ষিণ চীন সাগরের ওপর চীনের আঞ্চলিক সার্বভৌমত্বের দাবিও প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বেইজিং বলেছে, যুক্তরাষ্ট্র চীন সাগরে উত্তেজনা সৃষ্টির প্রচেষ্টা করছে। আল জাজিরা
[৪] মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই বিরোধপূর্ণ জলসীমা থেকে চীনের সম্পদ আরোহণের চেষ্টা সম্পূর্ণ বেআইনী। চীন এই জলসীমার নিয়ন্ত্রণ নিয়ে উস্কানিমূলক পরিস্থিতির সৃষ্টি করছে। এটি মূলত প্রতিবেশী রাষ্ট্রগুলোকে হয়রানি। এই বিশ্ব দক্ষিণ চীন সাগরকে চীনের নৌ-সাম্রাজ্য হতে দেবে না।
[৫] এদিকে যুক্তরাষ্ট্রের মন্তব্যকে প্রত্যাখ্যান করে বেইজিং বলেছে, ওয়াশিংটন পুরোপুরি অবৈধ ভাবে বাইরে থেকে এসে এ বিষয়ে নাক গলাচ্ছে এবং উস্কানিমূলক পরিস্থিতি সৃষ্টি করছে।
[৫] দক্ষিণ চীন সাগরের ‘নাইন-ড্যাশ লাইন’ নামক এলাকা নিজেদের বলে দাবি করে চীন, যা মূলত পুরো দক্ষিণ চীন সাগর এলাকাকেই বোঝায়। সেখানে একটি কৃত্রিম দ্বীপ তৈরি করে সামরিক ঘাঁটি স্থাপন করছে বেইজিং। তাইওয়ান, ফিলিপাইন, ব্রুনাই, মালয়েশিয়া ও ভিয়েতনামও ওই দ্বীপের এলাকাটির দাবি করে। সম্পাদনা: ইকবাল খান