শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ১১:৪৬ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিররঞ্জন সরকার: লোভের কাছে বলি ‘সাবরিনা’ জীবনের প্রতি তো বটেই, নিজের নামের প্রতিও অবিচার করেছেন!

চিররঞ্জন সরকার: আমার প্রিয়জনদের মধ্যে একাধিক সাবরিনা রয়েছেন। মেধায়-মননে-আচরণে-গুণে তারা প্রত্যেকেই অনন্য। ‘আরবি’ ঘরাণার সাবরিনা নামটির অর্থ কিংবদন্তি রাজকুমারী। এ ছাড়া ধৈর্যশীল, সহনশীল, সহিষ্ণু ইত্যাদি মানেও আছে। সাবরিনারা সাধারণত ভালো হয়। সুন্দর মনের মানুষ হয়। আমার অভিজ্ঞতা তাই বলে। আবার এক নতুন সাবরিনা আলোচিত হয়ে উঠেছেন। করোনাভাইরাস পরীক্ষার নামে জালিয়াতির অভিযোগে জেকেজি নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এই ভুয়া প্রতিষ্ঠানের মূল পরিচালক সাবরিনার স্বামী আরিফুল হক চৌধুরীকে এর আগেই পুলিশ গ্রেপ্তার করে। সাবরিনা আরিফ চৌধুরী নিজেকে বাংলাদেশের প্রথম কার্ডিয়াক সার্জন হিসেবে দাবি করেন (আদতে তিনি প্রথম নন)। পরে নিজের নামও বদলে ফেলেন।

আদতে তার নাম সাবরিনা শারমিন হোসেন হলেও তিনি তার স্বামীর উপাধি ব্যবহার করছিলেন। স্বামী গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নাম বদলে রাখেন সাবরিনা মিষ্টি চৌধুরী। এ সময় তিনি স্বামীর বিরুদ্ধে তাকে নির্যাতনের অভিযোগও তোলেন। সুকুমার বড়ুয়ার একটা ছড়া পড়েছিলাম কৈশোরে। খুব সম্ভবত ছড়াটির নাম ছিলো ‘নাম আর কাজ’। ছড়াটি হুবহু মনে নেই। কিছু কিছু অংশ মনে আছে।

লাইনগুলো ছিলো এই রকম : ভিক্ষা করে বাদশা মিয়া-ছেঁড়া কাপড় পরে, আমীর থাকে পাতায় ছাওয়া, ছোট্ট কুড়ে ঘরে- লেখাপড়ায় নাইরে মতি-নামটা তবু সরস্বতী-লক্ষ্মী নামের সেই মেয়েটি, ক্ষিধায় ভোগে দিনে রাতি-মধুবাবুর কথার বিষে, পাড়ার লোকে হারায় দিশে-হাজার মনে দিকনা ব্যথা, নাম তো মনোরঞ্জন, অমর বাবু মরবে যেদিন, পাল্টাবে নাম কোন জন? নিজে একজন ডাক্তার হয়েও স্বামীর চরম অন্যায় কার্যক্রম মেনে নিয়েছেন। এই অপকর্মের দোসর হয়েছেন। লোভের কাছে বলি হওয়া ‘সাবরিনা’ জীবনের প্রতি তো বটেই, নিজের নামের প্রতিও অবিচার করেছেন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়