শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ১১:৪৬ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিররঞ্জন সরকার: লোভের কাছে বলি ‘সাবরিনা’ জীবনের প্রতি তো বটেই, নিজের নামের প্রতিও অবিচার করেছেন!

চিররঞ্জন সরকার: আমার প্রিয়জনদের মধ্যে একাধিক সাবরিনা রয়েছেন। মেধায়-মননে-আচরণে-গুণে তারা প্রত্যেকেই অনন্য। ‘আরবি’ ঘরাণার সাবরিনা নামটির অর্থ কিংবদন্তি রাজকুমারী। এ ছাড়া ধৈর্যশীল, সহনশীল, সহিষ্ণু ইত্যাদি মানেও আছে। সাবরিনারা সাধারণত ভালো হয়। সুন্দর মনের মানুষ হয়। আমার অভিজ্ঞতা তাই বলে। আবার এক নতুন সাবরিনা আলোচিত হয়ে উঠেছেন। করোনাভাইরাস পরীক্ষার নামে জালিয়াতির অভিযোগে জেকেজি নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এই ভুয়া প্রতিষ্ঠানের মূল পরিচালক সাবরিনার স্বামী আরিফুল হক চৌধুরীকে এর আগেই পুলিশ গ্রেপ্তার করে। সাবরিনা আরিফ চৌধুরী নিজেকে বাংলাদেশের প্রথম কার্ডিয়াক সার্জন হিসেবে দাবি করেন (আদতে তিনি প্রথম নন)। পরে নিজের নামও বদলে ফেলেন।

আদতে তার নাম সাবরিনা শারমিন হোসেন হলেও তিনি তার স্বামীর উপাধি ব্যবহার করছিলেন। স্বামী গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নাম বদলে রাখেন সাবরিনা মিষ্টি চৌধুরী। এ সময় তিনি স্বামীর বিরুদ্ধে তাকে নির্যাতনের অভিযোগও তোলেন। সুকুমার বড়ুয়ার একটা ছড়া পড়েছিলাম কৈশোরে। খুব সম্ভবত ছড়াটির নাম ছিলো ‘নাম আর কাজ’। ছড়াটি হুবহু মনে নেই। কিছু কিছু অংশ মনে আছে।

লাইনগুলো ছিলো এই রকম : ভিক্ষা করে বাদশা মিয়া-ছেঁড়া কাপড় পরে, আমীর থাকে পাতায় ছাওয়া, ছোট্ট কুড়ে ঘরে- লেখাপড়ায় নাইরে মতি-নামটা তবু সরস্বতী-লক্ষ্মী নামের সেই মেয়েটি, ক্ষিধায় ভোগে দিনে রাতি-মধুবাবুর কথার বিষে, পাড়ার লোকে হারায় দিশে-হাজার মনে দিকনা ব্যথা, নাম তো মনোরঞ্জন, অমর বাবু মরবে যেদিন, পাল্টাবে নাম কোন জন? নিজে একজন ডাক্তার হয়েও স্বামীর চরম অন্যায় কার্যক্রম মেনে নিয়েছেন। এই অপকর্মের দোসর হয়েছেন। লোভের কাছে বলি হওয়া ‘সাবরিনা’ জীবনের প্রতি তো বটেই, নিজের নামের প্রতিও অবিচার করেছেন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়