শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ১১:৪২ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আতিক খান :  চামড়া যাবে সিন্ডিকেটের কাছে, লাভবান হবেন ইসলামী নেতারা, আর মহামারীর বলি হবে মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা

আতিক খান : মাদ্রাসার হিফজ বিভাগ খুলে দেওয়া হয়েছে। ইসলামী নেতারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আরেকটা সার্কুলার জারি করে কিতাব বিভাগও খুলে দিতে আর মাদ্রাসার বড় বিভাগের ছাত্রদের কুরবানির আগেই মাদ্রাসায় ডেকে নিয়ে আসতে। হঠাৎ কুরবানির আগে এই দৌড়ঝাঁপ কেন? জি ঠিক ধরেছেন। নিশ্চিতভাবেই চামড়া সিন্ডিকেটের ব্যবসায়ীরা আছেন এর পেছনে। ২০০ টাকার গরুর চামড়া সংগ্রহ করাবার জন্য মাদ্রাসা ছাত্রদের ঠেলে দিচ্ছেন ঝুঁকি নেয়ার জন্য। মাদ্রাসা ছাত্রদের জীবনের মূল্য এমনিতেই কম। ওখানে ইসলামী আর রাজনৈতিক নেতাদের ছেলে-মেয়েরা পড়ে না। সব স্কুলে যেখানে বন্ধ, এসএসসি স্টুডেন্টরা বাসায় বসা, এইচএসসি পরীক্ষা যখন স্থগিত তখন মাদ্রাসার কোমলমতি শিশুদের এভাবে মহামারীর মধ্যে ডেকে নিয়ে ব্যবসার কাজে লাগানোর চেষ্টা নিন্দনীয়।

মাদ্রাসাগুলোতে কোনো স্বাস্থ্যবিধির বালাই আছে? প্রত্যেকের জন্য মাস্ক, স্যানিটাইজার, সোশ্যাল ডিস্ট্যান্সিং, চিকিৎসা সেবার নিশ্চয়তা আছে? দিনশেষে চামড়া যাবে সিন্ডিকেটের কাছে, লাভবান হবেন ইসলামী নেতারা আর মহামারীর বলি হবে মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা। ২০০ টাকায় সিন্ডিকেটের কাছে চামড়া এমনিতেও বেচব না, পুঁতে ফেলব মাটিতে। যেদিন সব নেতানেত্রীদের সন্তান পড়ে এমন সব স্কুল-মাদ্রাসা খুলে উনাদের সন্তানদের পাঠাবেন, সেদিন খুলতে পারেন অন্যগুলা। যাদের জীবন এখন ঝুঁকিতে ফেলছেন, তারাও তো কারো না কারো সন্তান, কারো না কারো কলিজার টুকরা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়