লিহান লিমা: [২] প্রায় ৩০ বছর যাবত ইসলামিক অনুশাসন মোতাবেক শাসনের পর ব্যাপকহারে নিজেদের নীতি পরিবর্তন করছে সুদান। সুদানের বিচারমন্ত্রী নাসিরউদ্দীন আবদুলবারী বলেন, ‘মানবাধিকারকে লঙ্ঘন করে এমন সব আইন আমরা একে একে বাতিল করবো।’ রয়টার্স
[৩] সুদানের দীর্ঘদিনের শাসক ওমর আল বশির এক গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই আইন সংষ্কার করা হয়। বর্তমানে সুদান সরকার বশিরকে ক্ষমতাচ্যুত গোষ্ঠি ও তার কিছু সাবেক মিত্রদের নিয়ে গঠিত।
[৪] নতুন আইনে নিষিদ্ধ করা হয়েছে নারীর যৌনাঙ্গচ্ছেদ বা খৎনা। এই আইনের আওতায় নারীদের নিজেদের সন্তানের সঙ্গে বাহিরে যাওয়ার সময় পুরুষ সদস্যের অনুমতির প্রয়োজন হবে না। অ-মুসলিমরা অভ্যন্তরে অ্যালকোহল পান, বিক্রি এবং ক্রয় করতে পারবেন, তবে মুসলিমদের পানের ওপর নিষেধাজ্ঞা থাকবে। এছাড়া মুসলিমদের সঙ্গে অ্যালকোহল পান করতে দেখা গেলে অ-মুসলিমদের শাস্তি দেয়া হবে।
[৫] তবে সুদানে এখনো প্রকাশ্যে বেত্রাঘাত, ধর্মত্যাগের জন্য মৃত্যুদণ্ড ও অ-মুসলিমদের বিয়ে করা নিষিদ্ধ রয়েছে। সম্পাদনা: ইকবাল খান