শিরোনাম
◈ তিস্তা মহাপরিকল্পনায় চীনের অগ্রগতি, সমঝোতার পথে বাংলাদেশ ◈ আই‌সি‌সি থে‌কে জয় শাহকে ‘গদিচ্যুত’ করার সুবর্ণ সুযোগ! বাংলা‌দে‌শের সমর্থনে পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের পরামর্শ সা‌বেক‌দের ◈ ‌বি‌পিএল চ্যাম্পিয়ন হয়ে শান্তরা পেলো ২ কোটি ৭৫ লাখ টাকা ◈ যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় না থাকায় কতটা ক্ষতি হবে বাংলাদেশের ◈ সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি ◈ শান্তিপ্রিয় বাংলাদেশকে ভারত সবসময় সমর্থন করবে: প্রণয় ভার্মা ◈ পোস্টাল ব্যালট সংরক্ষণ-গণনা নিয়ে ইসির পরিপত্র জারি ◈ আইসিসি আমাদের অনুরোধে সাড়া দেয়নি, কিছু করার নেই: বিসিবি  ◈ আইসিসি প্রকাশ করল টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি, বাংলাদেশকে নিয়ে দিলো বার্তা ◈ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না : হর্ষবর্ধন শ্রিংলা (ভিডিও)

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ০২:৩০ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিকেটার রকিবুল হাসানের জীবনী নিয়ে চলচ্চিত্র

রাহুল রাজ : [২] বাংলাদেশে প্রথমবারের মতো ক্রীড়া ব্যক্তিত্বের জীবনী অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসানের জীবনী নিয়ে নির্মিত হবে সেই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

[৩] চলচ্চিত্রটির কাহিনি ও চিত্রনাট্য তৈরি করছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়।

[৪] তিনি বলেন, রোববার, ১২ জুলাই ছবিটি নির্মাণের পক্ষে একটি চুক্তিস্বাক্ষর হয়েছে। চিত্রনাট্যটি আমি লিখছি, তবে এখনো শুরু করা হয়নি। প্রাথমিক পর্যায়ে বলতে পারেন। রকিবুল হাসানের জীবনের ক্রিকেটার ও মুক্তিযোদ্ধার গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ হবে। এক্ষেত্রে আমাকেও বেশ পড়াশোনা করতে হচ্ছে।’

[৫] নাম সম্পর্কে তিনি জানান, ‘একটি নাম চূড়ান্ত করা হয়েছে। তবে রেজিস্ট্রেশন করার আগে আমরা তা প্রকাশ করতে পারছি না। আশা করি ১৩ জুুলাই, সোমবার রেজিস্ট্রেশন করতে পারলে কালকেই জানিয়ে দিতে পারবো।’

[৬] ছবির পরিচালনায় থাকবেন নির্মাতা বান্টি আফজাল এবং প্রযোজনা করবেন হাফ প্যান্ট সিনেমা ফ্যাক্টরির নির্বাহী প্রযোজক রুমানা শারমিন স্বাতি। ছোট পর্দার নিয়মিত পরিচালক বান্টি আফজাল এবারই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নির্দেশনা দিতে যাচ্ছেন।

[৭] রকিবুল হাসানের চরিত্রেকে অভিনয় করছেন -এমন প্রশ্নে জবাবে পরিচালক বান্টি আফজাল জানান, ‘এখনো নায়ক-নায়িকা চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে আমরা অফিশিয়ালিভাবে জানাবো।’

[৮] রোববার রকিবুল হাসানের বাসায় চলচ্চিত্রটির বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়। এ সময় দেবব্রত মুখোপাধ্যায় ছাড়াও ছবিটির নির্মাতা বান্টি আফজাল এবং প্রযোজনা প্রতিষ্ঠান হাফ-প্যান্ট সিনেমা ফ্যাক্টরির নির্বাহী প্রযোজক রুমানা শারমীন স্বতিও উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়