শিরোনাম
◈ ‘মুজিব ভাই’ বিতর্ক: ৪২ কোটি যেভাবে ৪ হাজার কোটি টাকা হলো ◈ পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের বিশেষত্ব কী, কেন কিনতে আগ্রহী বাংলাদেশ? ◈ মোটরসাইকেল কিনলে দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে: বিআরটিএ চেয়ারম্যান ◈ চিনি দিয়ে নকল খেজুরের রস বানিয়ে বোকা বানানো হচ্ছে ক্রেতাদের!(ভিডিও) ◈ 'মা আমাকে ছেড়ে যেও না', ডিভোর্সের পর সন্তান নিতে চাইল না কেউ, বুক ফাটা দৃশ্য ভাইরাল! (ভিডিও) ◈ ভারতের অন্য ভেন্যুতে খেলার বিষয়ে যা জানাল বিসিবি সভাপতি (ভিডিও) ◈ তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদীর প্রত্যাশা ◈ পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাচ্ছে আমি ঝগড়া করবো না, উল্টোপাল্টা কথা বইলেন না : মির্জা আব্বাস ◈ আপিল শুনানির প্রথম দিনে যারা প্রার্থিতা ফিরে পেলেন ও হারালেন ◈ বাংলাদেশের অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর আভাস, প্রবৃদ্ধি বাড়বে বলে পূর্বাভাস আঙ্কটাডের

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ০২:৩০ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিকেটার রকিবুল হাসানের জীবনী নিয়ে চলচ্চিত্র

রাহুল রাজ : [২] বাংলাদেশে প্রথমবারের মতো ক্রীড়া ব্যক্তিত্বের জীবনী অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসানের জীবনী নিয়ে নির্মিত হবে সেই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

[৩] চলচ্চিত্রটির কাহিনি ও চিত্রনাট্য তৈরি করছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়।

[৪] তিনি বলেন, রোববার, ১২ জুলাই ছবিটি নির্মাণের পক্ষে একটি চুক্তিস্বাক্ষর হয়েছে। চিত্রনাট্যটি আমি লিখছি, তবে এখনো শুরু করা হয়নি। প্রাথমিক পর্যায়ে বলতে পারেন। রকিবুল হাসানের জীবনের ক্রিকেটার ও মুক্তিযোদ্ধার গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ হবে। এক্ষেত্রে আমাকেও বেশ পড়াশোনা করতে হচ্ছে।’

[৫] নাম সম্পর্কে তিনি জানান, ‘একটি নাম চূড়ান্ত করা হয়েছে। তবে রেজিস্ট্রেশন করার আগে আমরা তা প্রকাশ করতে পারছি না। আশা করি ১৩ জুুলাই, সোমবার রেজিস্ট্রেশন করতে পারলে কালকেই জানিয়ে দিতে পারবো।’

[৬] ছবির পরিচালনায় থাকবেন নির্মাতা বান্টি আফজাল এবং প্রযোজনা করবেন হাফ প্যান্ট সিনেমা ফ্যাক্টরির নির্বাহী প্রযোজক রুমানা শারমিন স্বাতি। ছোট পর্দার নিয়মিত পরিচালক বান্টি আফজাল এবারই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নির্দেশনা দিতে যাচ্ছেন।

[৭] রকিবুল হাসানের চরিত্রেকে অভিনয় করছেন -এমন প্রশ্নে জবাবে পরিচালক বান্টি আফজাল জানান, ‘এখনো নায়ক-নায়িকা চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে আমরা অফিশিয়ালিভাবে জানাবো।’

[৮] রোববার রকিবুল হাসানের বাসায় চলচ্চিত্রটির বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়। এ সময় দেবব্রত মুখোপাধ্যায় ছাড়াও ছবিটির নির্মাতা বান্টি আফজাল এবং প্রযোজনা প্রতিষ্ঠান হাফ-প্যান্ট সিনেমা ফ্যাক্টরির নির্বাহী প্রযোজক রুমানা শারমীন স্বতিও উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়