শিরোনাম
◈ বয়কট আলোচনার ম‌ধ্যে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের জন্য বিমা‌ন বুক করেছে পাকিস্তান  ◈ এক যুগ পর আজ শুরু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট ◈ ১৮ মিনিট আগেগণভোটে 'হ্যাঁ' অথবা 'না' এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা ◈ রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ পেতে বাধা কাটলো   ◈ বাংলা‌দেশ বিশ্বকাপ খেল‌ছে না ব‌লে খা‌লেদ মাহমুদ সুজ‌নের হৃদয়ে রক্তক্ষরণের অনুভূত হ‌চ্ছে ◈ জয় শাহর ৮ বার কল, সাড়া দিলেন না পিসিবি চেয়ারম্যান নাকভি ◈ জামায়াত নেতা হত্যা: ঝিনাইগাতীর ইউএনও ও ওসি প্রত্যাহার ◈ আগামীকালই হবে ৫০তম বিসিএস পরীক্ষা ◈ রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা ◈ ৪০ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

প্রকাশিত : ১২ জুলাই, ২০২০, ০৩:০৬ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২০, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাজ ফার্মাসহ রাজধানীর নামিদামি ফার্মেসীগুলোতে বিক্রি হয় ভেজাল বিদেশি ওষুধ!

সুজন কৈরী : [২] দীর্ঘদিন ধরেই উত্তরা ও টঙ্গীর বিভিন্ন ফ্ল্যাটে রঙ, আটা ও ময়দা মিশিয়ে বিদেশি বিভিন্ন ব্রান্ডের ভেজাল ওষুধ তৈরি করা হতো। ওষুধের ওপর লাগানো হতো নকল ল্যাবেল, হলোগ্রাম, কিউআর কোড। এসব ওষুধের কাঁচামাল সরবরাহ হতো টঙ্গী থেকে এবং ফকিরাপুল থেকে তৈরি হতো প্যাকেট-হলোগ্রাম।

[৩] আর এসব ভেজাল ওষুধ বিক্রি হতো লাজ, তামান্না, আল-মদিনা, ইসলামিয়া, বনানী ও গুলশানসহ বিভিন্ন নামিদামি ফার্মেসীগুলোতে । ফার্মেসীগুলোর ম্যানেজার ও সুপারভাইজারদের ম্যানেজ করেই বিক্রি হচ্ছিলো এসভ ভেজাল বিদেশি ওষুধ।

[৪] সর্বনিম্ন ২০০ থেকে এক হাজার ৩০০ টাকায় এসব ওষুধ বিক্রি হচ্ছিল। আর এসব পণ্য সরবরাহ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি।

[৫] গত ৯ জুলাই উত্তরা এলাকায় নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রতারণায় জড়িত কয়েকজনকে আটকের পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানতে পারে পুলিশ।

[৬] ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের ডিসি মশিউর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেজাল ওষুধ বিক্রিকারী প্রতিষ্ঠান এসবি কর্পোরেশনের মালিক সামসুল আরেফিন শিবলী নোমানকে দেড় বছরের সাজা ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

[৭] নিম্নমানের কাঁচামাল ও ভেজাল ওষুধ তৈরি কারখানার মালিক আবদুস সালাম মল্লিককে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। ভেজাল ওষুধ বিক্রি করায় লাজ ও তামান্না ফার্মাকে ১ লাখ টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

[৮] মশিউর রহমান জানান, আবদুস সালাম মল্লিক ফার্মাসিউটিক্যালসের মালিক। তিনি এর আড়ালে টঙ্গীর চেড়াগআলীতে ভেজাল ওষুধ তৈরি করতেন। এরপর তা দেয়া হতো এসবি কর্পোরেশনের কাছে। সেখানে গিয়ে ভেজাল ওষুধ হয়ে যেত নামিদামি প্রতিষ্ঠানের ওষুধ। প্যাকেট, ল্যাবেল, হলোগ্রাম ও বারকোড ফকিরাপুল থেকে তৈরি হতো। মিটফোর্ড ও চকবাজার এলাকা থেকে বোতল ও প্লাস্টিকের কন্টেইনার এবং টঙ্গী থেকে বিভিন্ন নিম্মমানের কাঁচামাল সংগ্রহ করতো চক্রটি। প্যাকেট, বোতল কিংবা ওষুধের কোনো অংশই বিদেশ থেকে আনা হতো না।

[৯] ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক ইকবাল হোসেন বলেন, তারা আটা-ময়দা আর রং মিশিয়ে ওষুধ তৈরি করে বিক্রি করে। যুক্তরাষ্ট্র থেকে এসব ওষুধ সামগ্রী আমদানি হয় না। এসব জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়