শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ১১:১৫ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২০, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সন্ত্রাসী বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে তাপসীর ব্যঙ্গ

মুসফিরাহ হাবীব: [২] ভারতের দাগী সন্ত্রাসী বিকাশ দুবের এনকাউন্টারকে ‘বলিউডি চিত্রনাট্যের হুবহু কপি’ বলে প্রশাসনকে ব্যঙ্গ করেছেন অভিনেত্রী তাপসী পান্নু। তিনি বলেন, ‘‘সবাই বলে, হিন্দি ছবির স্ক্রিপ্ট নাকি অবাস্তব। কোথায়? সিনেমার গল্পই তো দেখছি বাস্তবে ঘটছে?”

[৩] গত সপ্তাহে বিকাশের গ্রামে অভিযান চালানোর সময় ৮ কনস্টেবলকে গুলি করে মারে দুবের দল। ধরা পড়ার পর বিকাশ দুবেকে মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে সড়ক পথে নেওয়া হচ্ছিল কানপুরে। তখনই ঘটে গাড়ি দুর্ঘটনা। সেই সুযোগে পালানোর চেষ্টা করে দুবে। তখনই এনকাউন্টারে তার মৃত্যু হয়।

[৪] ঘটনাটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় টুইট করে প্রশাসনকে কটাক্ষ করেন তাপসী। তার ব্যঙ্গ “বৃষ্টি ভেজা রাস্তায় পিছলে যায় গাড়ির চাকা। সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পুলিশের জিপ। সে সুযোগে আহত এক পুলিশের হাতের বন্দুক কেড়ে নিয়ে পালাতে যায় কুখ্যাত বিকাশ দুবে। উপায় না পেয়ে তাকে থামাতে ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসে গুলি। এনকাউন্টারে মৃত দাগী সন্ত্রাসী....পুরো ব্যাপারটা একদম বলিউডি চিত্রনাট্যের মতো নয়?”

[৫] বিকাশের এই মৃত্যু নিয়ে মুখ খুলেছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব এবং কংগ্রেস নেতারা। তারা বলছেন, ভেজা রাস্তার কারণে দুর্ঘটনা নয়, এটি ঘটারই ছিল। কারণ, এনকাউন্টারে মেরে দেওয়া প্রয়োজন ছিল বিকাশ দুবেকে। না হলে প্রশাসন এবং রাজনীতির ময়দানের বড় বড় রাঘব বোয়ালের মুখোশ খুলে যেত। দু’দিন আগে একইভাবে মেরে ফেলা হয় বিকাশের দুই সঙ্গীকেও। কী কারণে পরপর তিন জনকে এভাবে মারা হল এনকাউন্টারে? এ প্রশ্নও তুলেছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়