শিরোনাম
◈ পাকিস্তানের আকাশে এক রহস্যময় দৃশ্য! গোপনে ভয়ংকর কোনো অস্ত্রের পরীক্ষা নাকি প্রাকৃতিক ঘটনা? ◈ পরিবেশ ও নদী রক্ষা করে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ বাংলাদেশে চীনের সহায়তায় ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে বিমানবাহিনী, ডিসেম্বরেই শেষ হবে নির্মাণকাজ ◈ ১৯ বছর পর ময়নুলকে দেশে ফিরিয়ে আনলো সেনাবাহিনী ◈ দেশেই ড্রোন ও অস্ত্র উৎপাদন: প্রতিষ্ঠা হচ্ছে বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন ◈ মিশরে বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর চালু, কী আছে সেখানে ◈ যে কারণে সকাল থেকে রাজধানীতে তীব্র যানজট, কারণ জানাল ডিএমপি ◈ ‘নৌকা’ উপহার নিয়ে বিপাকে উপদেষ্টা, কী করবেন জানতে চাইলেন ফেসবুকে ◈ বিশ্ব ইজতেমা নির্বাচনের আগে হচ্ছে না: ধর্ম উপদেষ্টা ◈ বিএনপি-জামায়াত টানাপোড়েনে বিব্রত সরকার, উদ্যোগ নিয়েছে সমঝোতার

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ১১:১৫ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২০, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সন্ত্রাসী বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে তাপসীর ব্যঙ্গ

মুসফিরাহ হাবীব: [২] ভারতের দাগী সন্ত্রাসী বিকাশ দুবের এনকাউন্টারকে ‘বলিউডি চিত্রনাট্যের হুবহু কপি’ বলে প্রশাসনকে ব্যঙ্গ করেছেন অভিনেত্রী তাপসী পান্নু। তিনি বলেন, ‘‘সবাই বলে, হিন্দি ছবির স্ক্রিপ্ট নাকি অবাস্তব। কোথায়? সিনেমার গল্পই তো দেখছি বাস্তবে ঘটছে?”

[৩] গত সপ্তাহে বিকাশের গ্রামে অভিযান চালানোর সময় ৮ কনস্টেবলকে গুলি করে মারে দুবের দল। ধরা পড়ার পর বিকাশ দুবেকে মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে সড়ক পথে নেওয়া হচ্ছিল কানপুরে। তখনই ঘটে গাড়ি দুর্ঘটনা। সেই সুযোগে পালানোর চেষ্টা করে দুবে। তখনই এনকাউন্টারে তার মৃত্যু হয়।

[৪] ঘটনাটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় টুইট করে প্রশাসনকে কটাক্ষ করেন তাপসী। তার ব্যঙ্গ “বৃষ্টি ভেজা রাস্তায় পিছলে যায় গাড়ির চাকা। সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পুলিশের জিপ। সে সুযোগে আহত এক পুলিশের হাতের বন্দুক কেড়ে নিয়ে পালাতে যায় কুখ্যাত বিকাশ দুবে। উপায় না পেয়ে তাকে থামাতে ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসে গুলি। এনকাউন্টারে মৃত দাগী সন্ত্রাসী....পুরো ব্যাপারটা একদম বলিউডি চিত্রনাট্যের মতো নয়?”

[৫] বিকাশের এই মৃত্যু নিয়ে মুখ খুলেছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব এবং কংগ্রেস নেতারা। তারা বলছেন, ভেজা রাস্তার কারণে দুর্ঘটনা নয়, এটি ঘটারই ছিল। কারণ, এনকাউন্টারে মেরে দেওয়া প্রয়োজন ছিল বিকাশ দুবেকে। না হলে প্রশাসন এবং রাজনীতির ময়দানের বড় বড় রাঘব বোয়ালের মুখোশ খুলে যেত। দু’দিন আগে একইভাবে মেরে ফেলা হয় বিকাশের দুই সঙ্গীকেও। কী কারণে পরপর তিন জনকে এভাবে মারা হল এনকাউন্টারে? এ প্রশ্নও তুলেছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়