সুজন কৈরী : [২] রাজধানীর আদাবরের শ্যামলী স্কয়ারের সামনে থেকে শুক্রবার রাত দেড়টার দিকে ১১ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ হৃদয় হোসেন ও মোহাম্মদ আনাস নামের দুজনকে আটক করে র্যাব-২।
[৩] র্যাব-২ এ মেজর এইচ এম পারভেজ আরেফিন বলেন, কুমিল্লা থেকে কতিপয় মাদকব্য বসায়ী ইয়াবা নিয়ে মিরপুর রোড দিয়ে হেমায়েতপুর যাওয়ার তথ্য পেয়ে শ্যামলী স্কয়ারে একটি চেকপোষ্ট বসানো হয়। বিভিন্ন যানবাহনে তল্লাশির এক পর্যায়ে চেকপোস্ট থেকে কিছুটা দূরে দুজন লোক সিএনজি অটোরিকশা থেকে দ্রুত নেমে পালাচ্ছেন। এরপর দৌড়ে গিয়ে র্যাব সদস্যরা তাদের আটক করেন। তাদের হাতে থাকা দুটি শপিং ব্যাগ তল্লাশি করে ১১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩৫ লাখ টাকা।
[৪] আটকরা দীর্ঘদিন ধরে কক্সবাজার, চট্টগ্রাম ও টেকনাফ সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য কিনে তা কৌশলে ঢাকায় এনে সরবরাহ ও বিক্রি করছিলো। এর আগেও বেশ কয়েকটি ইয়াবার চালান সরবরাহ করেছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
[৫] তাদের বিরুদ্ধে আদাবর থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।